এক ব্যক্তি ঋণ নিয়েছিলেন প্রায় দেড় কোটি টাকা। কিন্তু ঋণ নেওয়ার কয়েক মাস পরই ঋণের টাকা শোধ করা বন্ধ করে দেন। আসল বা সুদ কোনও অঙ্কের টাকাই জমা দিচ্ছেন না ওই গ্রাহক।

ব্যাঙ্কের ম্যানেজার তিনি। লোন দেওয়া বা লোন আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাঁকে। অনেকে ঋণ নেওয়ার সময় সমস্ত নিয়ম মেনে চললেও লোনের টাকা পাওয়ার পর শোধ করার ব্যাপারে গড়িমসি করেন। ব্যাঙ্কের ওই ব্রাঞ্চে সে রকমই এক ব্যক্তি ঋণ নিয়েছিলেন প্রায় দেড় কোটি টাকা। কিন্তু ঋণ নেওয়ার কয়েক মাস পরই ঋণের টাকা শোধ করা বন্ধ করে দেন। আসল বা সুদ কোনও অঙ্কের টাকাই জমা দিচ্ছেন না ওই গ্রাহক। অনেক বার ব্যাঙ্কের নোটিস গিয়েছে তাঁর কাছে। কিন্তু তাতেও অবস্থার পরিবর্তন হয়নি। তাঁর কাছে গিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। লোনের টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই ব্রাঞ্চের ম্যানেজার ওই ব্যক্তির দোকানের সামনে ধরনায় বসেন। এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।



তামিলনাড়ুর তিরুপুত্তুরে রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখা। ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে এস অরুণাগিরির নামের এক ব্যক্তি ঋণ নিয়েছিলেন। ৪৭ বছরের ওই ব্যক্তির হার্ডওয়ারের ব্যবসা রয়েছে। ব্যবসা বাড়ানোর জন্য দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা শোধ না করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২ বছর আগে ওই ঋণ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু তার পর থেকেই আসল, সুদ কোনও টাকাই না দেওয়ার অভিযোগ উঠেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours