ধৃতদের রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। অপরদিকে, ধর্মতলা থেকে ভাঙড় যাওয়ার পথে গ্রেফতার হওয়া ৪৩ জনকে তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে।
শনিবার ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের (Trinamool-ISF Clash) আঁচ পড়েছিল শহর কলকাতাতেও। বিকালেই ধর্মতলায় (Dharnmatala) পুলিশের সঙ্গে কার্যত খন্ড যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আইএসএফ কর্মীদের। এরপর থেকে চলে ব্যাপক ধড়পাকড়। গ্রেফতার হন আইএসএফ নেতা নওশাদ সদ্দিকী (। শুধু ধর্মতলা থেকেই গ্রেফতার হয়েছেন ১৯ জন আইএসএফ কর্মী। তাঁদের বিরুদ্ধে একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। অপরদিকে, ধর্মতলা থেকে ভাঙড় যাওয়ার পথে গ্রেফতার হওয়া ৪৩ জনকে তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে।
ইতিমধ্যে ব্যাঙ্কশাল আদালত চত্ত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে আদালত চত্ত্বর। আদালতের মূল ফটক বন্ধ করা হয়েছে। বাইরে জমায়েত করছেন আইএসএফ কর্মীরা। এদিন পুলিশের গাড়ি থেকে নেমে আদালতে ঢোকার সময় নওশাদ সিদ্দিকি বলেন, “মানুষের জন্য লড়াই করব”। আর কিছুক্ষণ পরেই হবে মামালর শুনানি।
Post A Comment:
0 comments so far,add yours