ভারতের জয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি
বহু দিন পর কলকাতায় ভারতের একদিনের আন্তর্জাতিক ম্যাচ। এদিন খেলা দেখতে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) গ্যালারিতে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। ৪৪ তম ওভার চলাকালীন কুলদীপ যাদবের জয়সূচক চার বাউন্ডারি পার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দিলীপ ঘোষ। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দুই হাত শূন্যে তুলে টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করতে দেখা যায় বঙ্গ বিজেপির দাপুটে নেতাকে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও মেন ইন ব্লুর দাপুটে বোলিংয়ে ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২১৫ রানেই গুটিয়ে যায়। ২১৬ রান তাড়া করতে নেমে শুরুতে একটু চাপে পড়ে গিয়েছিল ভারত। ৮৪ রানের মধ্যেই চারটি উইকেট পড়ে যায়। তারপর ম্যাচের হাল ধরেন কে এল রাহুল। ৬৪ রানে অপরাজিত তিনি। কুলদীপের জয়সূচক চারের সৌজন্যে ছয় ওভার চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচে জিতে নেয় ভারত।
আর এরপরই ভারতের জয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। সঙ্গে লেখেন, ‘চক দে ইন্ডিয়া! বহুদিন পর ক্রিকেটের নন্দনকানন ইডেনে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতের জয়ের মুহূর্ত।’ খেলাধুলোর প্রতি বরাবরই বিশেষ টান দেখা গিয়েছে দিলীপ ঘোষের। নিয়মিত শরীর চর্চা করেন। কসরত করেন। সংঘ পরিবারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। লাঠি খেলাতেও বেশ পটু তিনি। এখনও নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোন।
টান টান উত্তেজনায় ভরপুর ইডেনে ভারতের জয়ের পর দিলীপ বাবুর অনুভূতির কথা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল টিভি নাইন বাংলা। বাইশ গজের ময়দানে ভারতের জয়ের তৃপ্তির কথা শোনান তিনি। বলেন, ‘ভারত জিতেছে , এটাই আনন্দের। তবে যতটা সহজ জয় হবে বলে ভাবা গিয়েছিল, ততটা হয়নি। প্রথম ১০ ওভারে ভারত ব্যাকফুটে চলে যায়। যাইহোক, শেষ পর্যন্ত ভারত জিতেছে। এটাই আনন্দের।’
Post A Comment:
0 comments so far,add yours