গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম মাতিয়ে দিলেন কিং কোহলি ও হিটম্যান। ৮৩ রানের ইনিংসে পুরনো হিটম্যানের ঝলক চোখে পড়ল। ঝকঝকে শতরানে সমর্থকদের নতুন বছরের উপহার দিলেন বিরাট।



একজনের শতরান, অন্যজন শতরানের দোরগোড়া থেকে ফিরে গেলেন। নতুন বছরের সূচনাটা দারুণ হল ভারতীয় দলের দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন দু’জনই। আঙুলের চোট সারিয়ে ফিরেছেন রোহিত। ২০২৩ সালে মঙ্গলবারই প্রথম মাঠে নামেন বিরাট-রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) ঘরের মাঠে বছরের প্রথম ওডিআই সিরিজ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম মাতিয়ে দিলেন কিং কোহলি ও হিটম্যান। ৮৩ রানের ইনিংসে পুরনো হিটম্যানের ঝলক চোখে পড়ল। ৮০ বলে ঝকঝকে শতরানে সমর্থকদের নতুন বছরের উপহার দিলেন বিরাট।



গতবছরের এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে বিরাটের ব্যাটে এসেছিল সেঞ্চুরি। সেই শতরান দিয়ে তিনবছরের রানের, খরা কাটান। টি-২০ বিশ্বকাপেও দারুণ ফর্মে ছিলেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি আসে বিরাটের ব্যাটে। ১১৩ রানের ইনিংস খেলেন। ২০২২ সালের শেষটা যেখানে করেছিলেন, নতুন বছরের সূচনাটা ঠিক সেখান থেকেই হল। গুয়াহাটির স্টেডিয়ামে ওডিআই সেঞ্চুরি উপহার কিং কোহলির। কেরিয়ারের ৪৫তম ওডিআই সেঞ্চুরি তাঁর। সবমিলিয়ে ৭৩ নম্বর শতরান। ৮৬ বলে ১১৩ রানে ইনিংসে অবশ্য দু’বার জীবনদান পেয়েছেন। প্রথমে কোহলির ক্যাচ ফসকান অজন্তা মেন্ডিস। দ্বিতীয়বার কাসুন রজিতার বলে একস্ট্রা কভারে কোহলির সহজ ক্যাচ মিস করেন লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। লঙ্কান ফিল্ডারদের ব্যর্থতা এবং বিরাট বিক্রমে দিনটি হয়ে রইল কোহলির। যদিও অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারলেন না। ৪৯তম ওভারে ব্যক্তিগত ১১৩ রানে তাঁকে আউট করেন কাসুন রজিতা।

গতবছরের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। ফিটনেস নিয়ে বরাবরই সমালোচনার কেন্দ্রে থাকা হিটম্যান তাঁর নামের প্রতি সুবিচার করলেন আরও একবার। ৮৩ রানের দুরন্ত ইনিংসের জন্য খরচ করেছেন ৬৬টি বল। ৯টি চার ও ৩টি ছয়। শ্রীলঙ্কার সবকটি বোলারকেই তুলোধোনা করেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগনেচার পুল শট হাঁকাতে দেখা গেল তাঁকে। কেরিয়ারের ৪৭তম ওডিআই অর্ধশতরান রোহিতের। দীর্ঘদিন বাদে হিটম্যানের ব্যাটে ওডিআই সেঞ্চুরির অপেক্ষা করছিলেন সমর্থকরা। রোহিতকে বোল্ড আউট করে অভিষেককারী দিলশান মধুশঙ্কা সেই আশায় জল ঠেলে দেন। প্রথম ওডিআইতে রোহিত ও শুভমন গিলের মধ্যে ১৪৩ রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে।

শুভমন গিলের কথা না বললেই নয়। ভারতের এই তরুণ ওপেনার দারুণ ফর্মে রয়েছেন। ওডিআই ফরম্যাটে ওপেনিংয়ে শিখর ধাওয়ানের পরিবর্তে শুভমনকে পরীক্ষা করে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই দ্বিশতরানকারী ঈশান কিষাণকে দলের বাইরে রেখে তাঁক সুযোগ দেওয়া হয়। কোচ, ক্যাপ্টেনের ভরসার দাম দিলেন শুভমন। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ছিলেন। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে বাউন্ডারির হ্যাটট্রিক হাঁকান। রোহিত বিক্রমে পরের দিকে তাঁকে কিছুটা মন্থর দেখিয়েছে। ৫১ বলে অর্ধশতরান করেন। ৬০ বলে ৭০ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকিয়েছেন। গিলকে এলবিডব্লিউ করেন দাসুন শনাকা।

দুটি অর্ধশতরান ও একটি শতরানের দৌলতে শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় খাড়া করেছে ভারত। নির্ধারিত ওভারে ভারতের স্কোর ৩৭৩ রান। ২৯ বলে ৩৯ রান লোকেশ রাহুলের। চতুর্থ নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ার তোলেন ২৪ বলে ২৮ রান। ১২ বলে ১৪ রান হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক তিনটি উইকেট ডানহাতি পেসার কাসুন রজিতার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours