বিধায়কের অভিযোগ, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের অধিকাংশই তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের বিভিন্ন পদে রয়েছেন।
আবাস যোজনার সমীক্ষায় চরম গরমিল! তাই সার্ভের কাজে যুক্ত থাকা কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের (BJP MLA)। নতুন বছরেই আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিলেন বিধায়ক শীতল কপাট। ঘাটালের আশা এবং আইসিডিএস কর্মী, যাঁরা আবাস যোজনার সমীক্ষার কাজ করছেন, তাঁদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠক করে এমনটা জানিয়েছেন বিজেপি বিধায়ক।
বিধায়কের দাবি, আবাস যোজনায় যে সমস্ত বাড়ি প্রাপকের নাম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রকাশিত করা হয়েছে তাঁদের অধিকাংশেরই পাকার বাড়ি রয়েছে। এর মধ্যে এমন বেশ কয়েকজন আছেন যাঁরা এর আগে গীতাঞ্জলি আবাস প্রকল্প বাড়ি পেয়েছেন, এমনটাও দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রকল্প বাড়ি পাওয়া সত্ত্বেও তাঁদের নাম এবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বিধায়কের আরও অভিযোগ, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের অধিকাংশই তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের বিভিন্ন পদে রয়েছেন। এমনকী পঞ্চায়েত বিভাগের বিভিন্ন পদে থাকা ব্যক্তিদেরও নামও তালিকায় যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিধায়ক বলেন, ‘দলীয়ভাবে আমরা ঠিক করেছি আগামী বছরের প্রথমেই সেই সমস্ত কর্মীদের নামে আমরা মামলা দায়ের করব, যাঁরা সার্ভের কাজে যুক্ত হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ভুল তথ্য পরিবেশন করেছেন। বিধায়কের এই হুমকির পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের মধ্যে।’
এ বিষয়ে, ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, ‘বিজেপি বিধায়ক আশা কর্মীদের ভয় দেখাচ্ছেন। আমরা প্রশাসনকে বারে বারে বলেছি আবাস যোজনায় স্বচ্ছতা আনতে। তৃণমূল কর্মী হোক, বা নেতাই হোক যাঁর পাকা বাড়ি থাকবে, তাঁর নাম কেটে উপযুক্ত ব্যক্তিদের বাড়ি দেওয়ার আবেদন জানিয়েছি। আর বিজেপি এখন এইসব নাটক করছে। ওরা দুর্নীতিতে ভরপুর।’
Post A Comment:
0 comments so far,add yours