ইতালির সুপারবাইক নির্মাতা Ducati 2022-এর মতো 2023-এও অনেক চমক আনতে চলেছে। ভারতে নিজেদের জায়গা পাকা করতে প্রতিবছরই অনেক বাইক নিয়ে হাজির হয় এই সংস্থাটি। ইতিমধ্যেই সংস্থাটি ঘোষণা করেছে যে, চলতি বছরেই 9টি নতুন বাইক লঞ্চ করবে তারা।


Ducati New Bikes In India: ইতালির সুপারবাইক নির্মাতা Ducati 2022-এর মতো 2023-এও অনেক চমক আনতে চলেছে। ভারতে নিজেদের জায়গা পাকা করতে প্রতিবছরই অনেক বাইক নিয়ে হাজির হয় এই সংস্থাটি। ইতিমধ্যেই সংস্থাটি ঘোষণা করেছে যে, চলতি বছরেই 9টি নতুন বাইক লঞ্চ করবে তারা। 9টি নতুন সুপার বাইকগুলোর তালিকায় রয়েছে Panigale V4 R, Monster SP, Diavel V4, Streetfighter V4 SP2, Multistrada V4 Rally, Scrambler Icon 2G, Scrambler Full Throttle 2G, Scrambler Nightshift 2G এবং Streetfighter V4 Lamborghini। এদের মধ্যে বেশিরভাগ মডেলই ইতিমধ্যেই বিদেশে লঞ্চ করে গিয়েছে। তবে নতুন দুটি শোরুমও চণ্ডীগড় ও আমেদাবাদে উদ্বোধন করা হবে জানিয়েছে Ducati India। আবার 2023 সালের মাঝামাঝি সময় বাজারে আসতে চলেছে ডুকাটির Street fighter V4 SP2। এটির দাম 35,33,00 টাকা হবে। পাশাপাশি চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতের মাটিতে পদার্পণ করতে চলেছে আরেক সুপারবাইক- Monster SP। এর দাম 15,95,000 টাকা। এই বাইকটি লঞ্চ করার কয়েক দিনের মধ্যেই আসবে Panigale V4R। যার দাম হবে প্রায় 69,99,000 টাকা।



এই সম্পর্কে Ducati ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিপুল চন্দ্র বলেন, “2022 Ducati জন্য সেরা বছর ছিল। আমাদের কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো, আমরা একই বছরে MotoGP শিরোনাম এবং Superbike শিরোনাম জিতেছি। 2022 সালের সেল 2021 সালের তুলনায় প্রায় 15% বৃদ্ধি পেয়েছে এবং আমরা নিবন্ধন করেছি।”

Ducati Scrambler 2G রেঞ্জে আইকন 2G, ফুল থ্রটল 2G, Nightshift 2G নামে তিনটি মডেল থাকবে। এন্ট্রি-লেভেল আইকন 2G-এর দাম হবে 10.39 লক্ষ টাকা এবং অন্য দুটি – ফুল থ্রটল 2G এবং নাইটশিফ্ট 2G – 12 লক্ষ টাকা (উভয়েরই এক্স-শোরুম, ভারত)। Ducati Streetfighter V4 Lamborghini এর জন্য, এটি হবে ভারতে বিক্রি হওয়া সবচেয়ে দামি এবং প্রিমিয়াম Ducati বাইক যার দাম 72 লক্ষ টাকা (এক্স-শোরুম)। Ducati Multistrada V4 Rally-এর স্টিকারের দাম হবে 29.72 লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত)।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours