আপনি যদি ফোন কিনতে চান বা বড়দিনে কাউকে উপহার দিতে চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আর আপনার কথা মাথায় রেখেই ভিভো এক অসাধারণ সেল নিয়ে হাজির হয়েছে। 2022 সালের শেষ আর 2023 সালের শুরুর আগাম উদযাপনের জন্য ভিভো (Vivo) তাদের 19 ডিসেম্বর থেকে 'ইয়ার-এন্ড' সেল চালু করেছে।
সামনেই আসছে ক্রিসমাস। তারপরেই নতুন বছরের আনন্দ। নতুন বছর আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আপনি যদি ফোন কিনতে চান বা বড়দিনে কাউকে উপহার দিতে চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আর আপনার কথা মাথায় রেখেই ভিভো এক অসাধারণ সেল নিয়ে হাজির হয়েছে। 2022 সালের শেষ আর 2023 সালের শুরুর আগাম উদযাপনের জন্য ভিভো (Vivo) তাদের 19 ডিসেম্বর থেকে ‘ইয়ার-এন্ড’ সেল চালু করেছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল। বছর শেষের এই সেলে ভিভো ইন্ডিয়া (Vivo India) Vivo V25 সিরিজ, Vivo Y75 লাইনআপ এবং Vivo Y35-এ আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। এই ফোনগুলি কিনলে আপনি 2,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তাহলে আর দেরি কীসের! চলুন দেখে নেওয়া যাক কোন কোন হ্যান্ডসেটগুলি কিনলে আপনি পেয়ে যাবেন অনেক টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ভিভো V25 8GB র্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 27,999 টাকায় এবং 12GB র্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 31,999 টাকায় পাওয়া যাচ্ছে। V25 চলতি বছরের শেষের এই সেলে আপনি আইসিআইসিআই, এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই এবং অন্যান্য ব্যাঙ্কগুলির লেনদেনর মাধ্য়মে কিনলে ক্যাশব্যাক পাবেন।
Vivo V25 Pro বর্তমানে ভারতে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়-8GB র্যাম + 128GB স্টোরেজ এবং 12GB র্যাম + 256 GB স্টোরেজে। লঞ্চের পর থেকে এই দুই মডেলই যথাক্রমে 35,990 টাকা এবং 39,990 টাকা দামে পাওয়া যায়। তবে, এখন কোম্পানির বছর শেষের এই ফেস্টিভ সেলে ভিভো V25 প্রো-তে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের লেনদেন- যেমন ক্রেডিট কার্ড ফুল সোয়াইপ, ক্রেডিট কার্ড ইএমআই এবং ডেবিট কার্ড ইএমআই করলে 2,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আবার এসবিআই (SBI) ব্যাঙ্কের গ্রাহকরাও ক্রেডিট কার্ড ইএমআই-এর মাধ্যমে একই অফার থেকে ক্যাশব্যাক পেতে পারেন।
লঞ্চের সময় Vivo Y75 4G এবং Vivo Y75 5G-এর দাম ছিল যথাক্রমে 20,990 টাকা এবং 21,990 টাকা। ইয়ার এন্ড সেলে আপনি এতে 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এর 4GB ভ্যারিয়েন্টটি আইসিআইসিআই ব্যাঙ্কের লেনদেনের মাধ্য়মে, ক্রেডিট কার্ড ইএমআই এবং ডেবিট কার্ড ইএমআই-এর মাধ্যমে 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে ভিভো। এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও ক্রেডিট কার্ড ইএমআই-এর মাধ্যমে একই সুবিধা পাবেন।
Post A Comment:
0 comments so far,add yours