২২ তারিখ ভোটের কথা জানিয়েও অগণতান্ত্রিকভাবে কর্তৃপক্ষ তা বাতিল করে বলে অভিযোগ পড়ুয়াদের।
২৬৪ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করল কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে জানিয়ে দিল, ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্র সংসদের নির্বাচন করবে। রাজ্য স্বাস্থ্য দফতর রাজি হয়নি। এই পরিস্থিতিতে ২২ ডিসেম্বর নিজেদের উদ্যোগেই ছাত্র সংসদ নির্বাচনের ডাক দিলেন ডাক্তারি পড়ুয়ারা। প্রশাসনিক বৈধতা না থাকলেও সমর্থনের কোনও অভাব হবে না বলেই আশাবাদী তাঁরা। সোমবার এই সিদ্ধান্ত নেন তাঁরা। জানিয়ে দেন, নিজেদের আন্দোলন নিজেরাই তৈরি করবেন। সত্যিই যদি ২২ ডিসেম্বর ভোট হয়, তা হলে ১৯২৮ সালের পুনরাবৃত্তি হবে কলকাতা মেডিক্যাল কলেজে। এখানকার ছাত্রদের দাবি, ব্রিটিশ আমলে ছাত্র সংসদের স্বীকৃতি দিতে চাওয়া হয়নি। সেই সময় নিজেদের ছাত্র সংসদ নিজেরা করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা।
২২ ডিসেম্বর নিজেদের ছাত্র সংসদ নিজেরাই তৈরি করবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন ওঠে সোমবার সন্ধ্যায়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে অনশন প্রত্যাহার হয়। আন্দোলনকারী এক ছাত্র সৌম্যদীপের কথায়, “যাঁদের জন্য এই ছাত্র সংসদ তাঁরাই আজ বৈঠক করে ওপেন জিবিতে ঠিক করেছেন ছাত্রদের একটা ইউনিয়ন হবে। সমস্ত বর্ষের সংখ্যাগরিষ্ঠ ছাত্র যখন চাইছেন, ওরা করবেন। আর কলেজ কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়ে বলতে গেলে কর্তৃপক্ষ তো এখন কলেজে অনুপস্থিত।”
Post A Comment:
0 comments so far,add yours