সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে, ছাত্র-নিরাপত্তাকর্মী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর প্রদেশের প্রয়াগরাজের এলাহাবাদ বিশ্ববিদ্যালয় চত্বর।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে, ছাত্র-নিরাপত্তাকর্মী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর প্রদেশের প্রয়াগরাজের এলাহাবাদ বিশ্ববিদ্যালয় চত্বর। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বিবেকানন্দ পাঠক নামে এক প্রাক্তন ছাত্রনেতার উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর চালায়। নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য করে পাথরও ছোড়ে শিক্ষার্থীরা। এই গন্ডগোলের খবর ছড়িয়ে পড়তেই বিরাট পুলিশ বাহিনী নিয়ে ক্যাম্পাসে হাজির হন অতিরিক্ত পুলিশ কমিশনার আকাশ কুলহারি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। জানা গিয়েছে, ছুটির পর ক্যাম্পাসে ঢোকা নিয়েই নিরপত্তারক্ষীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। ৬ জনেরও বেশি শিক্ষার্থী এই ঘটনায় আহত হয়েছেন।
সূত্রের খবর, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার পর একদল শিক্ষার্থী ছাত্র, তালা খুলে সংসদের ঘরে ঢোকার চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। এই নিয়ে দুই পক্ষে তর্কাতর্কি শুরু হয়। এরই মধ্যে ওই প্রাক্তন ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি শিক্ষার্থীদের। এরপরই, ক্যাম্পাসে ধুন্ধুমার বাধান শিক্ষার্থীরা। হস্টেল থেকেও দলে দলে শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমান। বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং অন্তত দুটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
Post A Comment:
0 comments so far,add yours