অনুষ্কা শর্মার দাবি, অনুমতি ছাড়াই সাইটে তাঁর ছবি আপলোড করেছে কোম্পানি। সেই আন্তর্জাতিক স্পোর্টস কোম্পানিকে তুলোধোনা করেছেন অনুষ্কা।

চলতি মরশুমের বিক্রি বাড়ানোর জন্য একটি স্পোর্টস ব্র্যান্ড তাদের বিভিন্ন আউটফিটের ছবি কোম্পানি সাউটে আপলোড করেছে সম্প্রতি। দেখা যায় সেই পোশাকগুলি পরে আছেন বলিউড অভিনেত্রী এবং বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। সাইটে ছবিগুলি দেখতে পেয়ে ভয়ানক চটেছেন অনুষ্কা। তাঁর দাবি, অনুমতি ছাড়াই তাদের সাইটে তাঁর ছবি আপলোড করেছে কোম্পানি। সেই আন্তর্জাতিক স্পোর্টস কোম্পানিকে তুলোধোনা করেছেন অনুষ্কা।

এর পর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে সেই বিখ্যাত আন্তর্জাতিক স্পোর্টস ওয়্যার ব্র্যান্ডের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, “আমি আপনাদের অ্যাম্বাস্যাডর নই। সুতরাং, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে, আপনাদের জিনিসের বিক্রি বাড়ানোর জন্য আমার ছবি এই ভাবে আপনারা ব্যবহার করতে পারেন না। দয়া করে ছবিগুলো সরিয়ে দিন আপনাদের সাইট থেকে।” সেই সঙ্গে অনুষ্কা শেয়ার করেছেন কিছু রাগী মুখের ইমোজি। এই পোস্টটি আবার লাইক করেছেন তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours