আবাস যোজনা নিয়ে বিস্তর অভিযোগ জেলায় জেলায়। বিডিও দফতরে বসানো হয়েছে ড্রপবক্স।
আবাস যোজনার (Awas Yojona) সার্ভের কাজ শেষ হতেই বিক্ষোভ পূর্ব বর্ধমানের ভাতারে। সোমবার বিকেলে ভাতারের বিডিও অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় উপভোক্তারা। ভাতার ব্লকে ইতিমধ্যেই প্রথম পর্যায়ে আবাস যোজনা প্রকল্পের সার্ভের কাজ শেষ হয়েছে। সরকারি তদন্তের পর বেশ কিছু উপভোক্তার নাম বাদ পড়ে বলে অভিযোগ। মূলত গ্রামপঞ্চায়েতের মাধ্যমে গ্রামসভা হয়ে সে খবর যায় উপভোক্তাদের কাছে। এরপরই বিডিও অফিসে হাজির হন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, অকারণে তাঁদের নাম বাদ পড়েছে। যদিও বিডিও জানান, অফিসের বাইরে ড্রপবক্স রয়েছে। সকলকে অভিযোগ জানাতে বলা হয়েছে। যদিও ওই বিক্ষোভ ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বিডিও অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আধিকারিকদের। পরে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
এক উপভোক্তার অভিযোগ, তাঁর খুবই দৈন্যদশা। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম তালিকায় তাঁর নামও ছিল। কিন্তু এরপরই আশা কর্মীরা সমীক্ষা করতে গিয়ে তাঁর বাড়ির সামনে একটি বাইক দেখেন তাঁরা। এরপরই তিনি জানতে পারেন তালিকা থেকে নাম বাদ পড়েছে। ক্ষোভে ফেটে পড়েন তিনি। সাগর ঘোষ নামে এক উপভোক্তার কথায়, “আমার প্রথম তালিকায় নাম এসেছিল। আশাকর্মীরা আমার বাড়িতে এরপর সার্ভে করতে যান। ওনারা আমার বাড়িতে মোটর সাইকেল দেখেছেন নাকি। তাই বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আমার মোটর সাইকেল থাকলে তো আধার নম্বর দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। আমি দিন আনা দিন খাওয়া মানুষ। কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছি। এভাবে যদি আমার বাড়ি বাদ দিয়ে দেয় কীভাবে হবে। আমার নামে লাল কালি পড়ে গিয়েছে বলে শুনলাম। তাই আজ এসেছি। আমি তো বললাম, আমার যদি কিছু পায় সরকার যে শাস্তি দেবে, মাথা পেতে নেব। কোনও বাইক নেই, একটা সাইকেল আছে তাও সরকার দিয়েছিল। সবুজ সাথীর সাইকেল।”
Post A Comment:
0 comments so far,add yours