‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
এটা একেবারেই কাম্য নয়’, ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রন দিয়ে ৪৭ বছরের খরা কাটাতে চাইছে কোচ গ্রাহাম রিড। বিশ্বকাপ নিয়ে কী ভাবনা ভারতীয় টিমের জেনে নিন...
বিশ্বকাপের ইতিহাসে সেই ১৯৭৫ সালে একবারই এসেছিল সাফল্য। যদি আরও ভালো করে বলতে হয়, ধারাবাহিক ভাবে বিশ্বকাপের মঞ্চে খানিকটা সাফল্যের ছাপ রাখতে পেরেছিল সাতের দশকে। ১৯৭১ সালে, প্রথম বিশ্বকাপে তৃতীয়। ২ বছর পর বিশ্বকাপে আরও একধাপ এগিয়ে রানার্স। পরের বার, অর্থাৎ ১৯৭৫ সালে চ্যাম্পিয়ন। পরের ৪৭ বছরে? নাহ, নজরকাড়া তো বটেই, বলার মতোও সাফল্য আসেনি। অতীত ভুলে এ বার ঘরের মাঠে হকি বিশ্বকাপে ট্রফির মঞ্চে উঠে পড়তে চাইছে ভারতীয় টিম। শুক্রবারই হকি বিশ্বকাপের জন্য ঘোষণা করে দেওয়া হল ১৮ জনের ভারতীয় টিম। হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) টিমের ক্যাপ্টেন। ভাইস ক্যাপ্টেন অমিত রোহিদাস। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রন দিয়ে ৪৭ বছরের খরা কাটাতে চাইছে কোচ গ্রাহাম রিড। বিশ্বকাপ নিয়ে কী ভাবনা ভারতীয় টিমের, তুলে ধরল
কোচ রিড বলেছেন, ‘হকির দিক থেকে ভাবলে এই বিশ্বকাপ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। ঘরের মাঠে টুর্নামেন্ট হলে টিমের উপর যে প্রত্যাশার বাড়তি চাপ থাকে, তা আর নতুন করে বলতে হবে না। সব দেশই তাদের সেরা টিম নিয়ে এই বিশ্বকাপ খেলতে আসবে। সেরাটাই দেওয়ার চেষ্টা করবে। সে কথা মাথায় রেখেই সেরা টিম বাছার চেষ্টা করা হয়েছে। এই টিম প্রত্যাশা পূরণ করতে পারবে।’
ভারতীয় টিমের ভরসা জায়গা হতে চলেছেন পিআর শ্রীজেশ। কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছেন তিনি। টিমে তাঁর সঙ্গে দ্বিতীয় কিপার হিসেবে থাকছেন কৃষ্ণন বি পাঠক। ডিফেন্সে ক্যাপ্টেন হরমনপ্রীতের সঙ্গে অমিত, সুরেন্দ্র কুমার, বরুণ কুমার, জার্মানপ্রীত সিং, সঞ্জীপ সাসারা থাকবেন। মাঝমাঠেও যথেষ্ট অভিজ্ঞতা থাকবে। মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, হার্দিক সিং, নীলকন্ঠ শর্মা, সমশের, আকাশদীপ সিংরা থাকবেন।
গ্রাহাম রিড বলছেন, ‘গত দু’মাস ধরে এই বিশ্বকাপের দিকে তাকিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি। ঘরের মাঠে প্রো লিগ খেলেছি। বিশ্বের এক নম্বর টিম অস্ট্রেলিয়ার ঘরের মাঠে গিয়ে খেলেছি। এ বার সামনে তাকাতে হবে। যাতে বিশ্বকাপে আমরা নিজেদের মেলে ধরতে পারি।’
পুরো টিম:
গোলকিপার- কৃষ্ণণ বাহাদুর পাঠক, পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ
ডিফেন্ডার- জার্মানপ্রীত সিং, সুরেন্দ্র কুমার, হরমনপ্রীত সিং, বরুণ কুমার, অমিত রোহিদাস, নিলম সঞ্জীপ সেস
মিডফিল্ডার- মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকন্ঠ শর্মা, সমশের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং
ফরোয়ার্ড- মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং
Post A Comment:
0 comments so far,add yours