কিছুদিন আগে, সিজন ৩-তে তাঁর চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে সুস্মিতা বলেছিলেন...

সুস্মিতা সেনের (Sushmita Sen) অনুরাগীদের জন্য সুখবর। বিশেষ করে যাঁরা অপেক্ষা করছিলেন ‘আরিয়া‘ (Aarya) সিজন ৩–এর তাঁদের জন্য সিরিজের গুরুত্বপূর্ণ অন্য আর এক অভিনেতা সিকন্দর খের (Sikandar Kher)একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সিরিজের পরিচালক রাম মাধবানির সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমরা ফিরছি…’। অর্থাৎ আবার আরিয়ারূপে সুস্মিতার করিশ্মা দেখতে পাওয়া যাবে ‘আরিয়া‘ সিরিজের নতুন সিজনে। কয়েকদিন আগে জন্মদিন কাটিয়ে বিশ্বসুন্দরী আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন মণিপুর। সেখানে তিনি ঐতিহ্যবাহী মণিপুরি পোশাক পরে ব়্যাম্পেও হাঁটেন। পুরো অডিটোরিয়াম তাঁকে দেখতে ভর্তি ছিল। বাইরেও ঠাণ্ডার রাতে হাজার অনুরাগী অপেক্ষা করছিলেন এক ঝলক তাঁদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য। এই খবর সুস্মিতার কাছে পৌঁছতেই তিনি ঠিক করেন খোলা গাড়িতে করে ভেনু থেকে বের হবেন অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করতে। আর তিনি ঠিক করেন যা, তাই করেন। করলেনও তাই। সেই ভিডিয়ো তিনি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রামে।

তিনি গত কয়েকদিন ধরে নিজের গল্প বলার কথা লিখে পোস্ট দিচ্ছেন। একটা লুক রয়েছে সেই ছবিতে। সেটা ‘আরিয়া‘ (Aarya) সিজন ৩ কি না, তা অবশ্য সময় বলবে। তবে সিকন্দরের পোস্ট থেকে স্পষ্ট তাঁরা খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে আসছেন নতুন সিজন নিয়ে। বছরের শুরুতে অবশ্য পরিচালক জানিয়েছিলেন এই বছরই শুরু হবে সিরিজের শুটিং। এই ছবির জন্য একাধিক পুরস্কার পেয়েছেন সুস্মিতা, সিকন্দর। সিজন ২ শেষে সুস্মিতা শেষ করেছিলেন রিভালভার হাতে। দর্শকদের আন্দাজ এবার তিনি লেডি ডন রূপে আবির্ভূতা হবেন সিজন ৩। সেই আন্দাজ মেলে কি না তার অপেক্ষায় সুস্মিতা অনুরাগীরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours