টানা সপ্তমবার ভোটে জিতে গুজরাতে (Gujarat Election Results 2022) তিন দশক ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি (BJP)। ৮০ শতাংশের বেশি আসন জিততে চলছে পদ্ম ব্রিগেড। এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলিব্রেশন। গেরুয়া আবিরে উদযাপন শুরু দলীয় কর্মী সমর্থকদের।

ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি: গুজরাতে টানা ৩ দশক শাসনের পথে বিজেপি। ১৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২০টি আসনে এগিয়ে কংগ্রেস। আপ এগিয়ে রয়েছে ৮টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২টি আসনে। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৭ শতাংশ। নির্বাচনের ফলের এই ট্রেন্ড সামনে আসতেই উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। অন্যদিকে, আপের ভোটপ্রাপ্তির হার ১৩ শতাংশ। ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সন্ধে ৬টায় বিজেপির সদর দফতরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। 

সপ্তমবার কি গুজরাতে মসনদে বসবে বিজেপি (BJP)? কাজ করবে মোদি (Narendra Modi) ম্যাজিক?এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে গুজরাত-হিমাচলের ভোটগণনা। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয়। গত ১ এবং ৫ ডিসেম্বর সেখানে ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার মোট ৩৭ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েথে। আঞ্চলিক দলগুলি থাকলেও, এ বারে গুজরাতে মূলত বিজেপি-কংগ্রেস-আপ— ত্রিমুখী লড়াই। বুথফেরত সমীক্ষায় যদিও বিজেপি-রই প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে।     
হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। শেষ পাওয়া খবর অনুযায়ী, হিমাচলে ৩৩টি আসনে এগিয়ে কংগ্রেস। হিমাচলে ৩২টি আসনে এগিয়ে বিজেপি। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে। দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের একজোট থাকার বার্তা কংগ্রেসের। রিসর্ট-রাজনীতির আশঙ্কা কংগ্রেসের। সেরাজ কেন্দ্র থেকে জয়ী হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। প্রাপ্ত ভোটের হারেও বিজেপি-কংগ্রেস জোর টক্কর। ৪৩.৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours