চিনের সরকারের নতুন নিয়ম অনুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে যাদের রেসপিরেটরি ফেলিওর থেকে মৃত্যু হবে, একমাত্র তাদেরই করোনায় মৃত বলে গণ্য় করা হবে।

চিনে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।আগামী তিন মাসের মধ্যেই চিনের এক তৃতীয়াংশ মানুষ করোনা আক্রান্ত হবেন, ১৩ থেকে ২১ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে সংক্রমণে, এমনটাই জানানো হয়েছে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ে নীতিতে বড় পরিবর্তন আনল চিনা প্রশাসন। বুধবার চিন সরকারের তরফে জানানো হল, গত ২০ ডিসেম্বর দেশে করোনা সংক্রমণে কোনও ব্যক্তির মৃত্য়ু হয়নি। এর কারণ হল করোনায় মৃতদের চিহ্নিত করার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করা হয়েছে। চিন সরকারের নতুন নিয়ম, করোনা সংক্রমিত যারা সরাসরি রেসপিরেটরি ফেলিওর থেকে মারা যাবেন, একমাত্র তাদেরই করোনায় মৃত বলে গণ্য করা হবে।



চিনের সরকারের নতুন নিয়ম অনুযায়ী, করোনা আক্রান্তদের মধ্যে যাদের রেসপিরেটরি ফেলিওর থেকে মৃত্যু হবে, একমাত্র তাদেরই করোনায় মৃত বলে গণ্য় করা হবে। করোনার অন্য কোনও উপসর্গ বা পার্শ্বপ্রতিক্রিয়ায় যদি কারোর মৃত্যু হয়, তবে তাঁকে করোনায় মৃত বলে গণ্য় করা হবে না। এরফলে চিনে দৈনিক করোনায় মৃতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে যাবে। মঙ্গলবারই বেজিংয়ে একজনের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। কিন্তু সরকারে এই নতুন নীতি ঘোষণার পরই সরকারি নথিতে দৈনিক মৃতের সংখ্যা ১ থেকে শূন্য করে দেওয়া হয়েছে।




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours