এখানে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। অথচ চূড়ান্ত তালিকায় নাম নেই যোগ্য ব্যক্তিদেরই।

আবাস যোজনায় বাড়ির দাবিতে পুরুলিয়ার ঝালদা বাঘমুণ্ডি সড়ক পথ অবরোধ করল উদয়শুরুর গ্রামবাসীরা। ঝালদা ১ নং ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের উদয়শুরু গ্রামে আবাস যোজনা নিয়ে রয়েছে ব্যাপক অসন্তোষ। এবিষয়ে গ্রামের বাসিন্দা সোমবারি মাহাতো , সুকুন্তলা রজক, অঞ্জনা রজকরা জানান, গ্রামে প্রায় ৪০০-৪৫০ টি পরিবার রয়েছে। এখানে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। অথচ চূড়ান্ত তালিকায় নাম নেই যোগ্য ব্যক্তিদেরই।

গ্রামবাসীদের অভিযোগ, যাঁদের পাকা বাড়ি রয়েছে, এমনকি গাড়িও রয়েছে, তাঁদের নাম রয়েছে তালিকায়। এর প্রতিবাদ জানিয়ে ঝালদা বাঘমুন্ডি সড়ক পথ অবরোধ করেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দার বলেন, “যোগ্য ব্যক্তিদের আবাস যোজনার বাড়ি দিতে হবে, যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে পথ অবরোধ চলবে।”

বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যা বিলাসি রজকের দাবি, “গ্রামে বহু যোগ্য ব্যক্তি বঞ্চিত , তাই অবরোধ। বিষয়টি বিডিওকে জানাবো, যাতে সকলে বাড়ি পান।” আবাস যোজনা নিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ হচ্ছে। সর্বত্র একই অভিযোগ। যোগ্যদের নাম বাদ যাচ্ছে তালিকা থেকে। এক্ষেত্রে অনেক জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মীরাও বিক্ষোভের মুখে পড়ছেন।

বিক্ষোভের মুখে পড়ে ওই অঙ্গনওয়াড়ি কর্মী গ্রামবাসীদের দাবি আংশিক মেনেও নিয়েছেন। তাঁর স্বীকারোক্তি যোগ্যতা থাকা সত্ত্বেও সমীক্ষায় কয়েকজন গ্রামবাসীর নাম বাদ দেওয়া হয়েছে। সরকারি শর্ত অনুযায়ী যোগ্য হয়েও নাম বাদ পড়ায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। আবাস যোজনা নিয়ে বিতর্কের অবকাশ নেই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, প্রসাদপম, দালান বাড়ি থাকা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এক্ষেত্রে কাঠগড়ায় বিজেপি, তৃণমূল উভয়ই রয়েছে। সেক্ষেত্রে অবশ্য চলছে একে অপরকে কাঠগড়ায় দাঁড় করানোর আপ্রাণ প্রয়াস।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours