শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ নিত্যযাত্রীদের
সুপারি ভর্তি একটি ট্রাক আটক করলো হারউড পয়েন্ট কোষ্টাল থানার পুলিশ
*শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা*
‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
মন কী বাত অনুষ্ঠানে যোগ দিয়ে এ দিন মন্ত্রী বলেন, "এ রাজ্যে নতুন একটি ভাল সরকার না আসা পর্যন্ত আবাস যোজনা প্রকল্পেও টাকা আটকে দিতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর।"
ফের রাজ্যকে একহাত নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। একাধিক ইস্যুতে কটাক্ষের সুর শোনা গেল তাঁর গলায়। প্রথমে আবাস যোজনার দুর্নীতি নিয়ে মুখ খোলেন শিক্ষা প্রতিমন্ত্রী। বলেন, “আবাস যোজনায় শুধু নাম বাদ দিলে হবে না, কীভাবে নাম ঢুকল তার তদন্ত দরকার। নাহলে একশো দিনের কাজের প্রকল্পের মতো আবাস যোজনাতেও আটকে যেতে পারে টাকা”
মন-কী-বাত অনুষ্ঠানে যোগ দিয়ে এ দিন মন্ত্রী বলেন, “এ রাজ্যে নতুন একটি ভাল সরকার না আসা পর্যন্ত আবাস যোজনা প্রকল্পেও টাকা আটকে দিতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর।” মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ১৭ জন সদস্যের ইস্তফা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে। তৃণমূল মুর্শিদাবাদ জেলাকে নিজেদের গড় বলে ভাবে। সেখানেই এটা শুরু হয়েছে। এবার জেলায় জেলায় এমনটা হবে। তৃণমূল দলটাই উঠে যাবে।”
নন্দীগ্রামে জয়েও তৃণমূলের অন্দরে আতঙ্কের ছাপ প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, “তৃণমূলের এই ভয় এখন স্বাভাবিক। চুরি ও দুর্নীতিতে দলের প্রাণভোমরা মন্ত্রী নেতারা সব জেলে। একশো দিনের কাজ ও আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে সেগুলি যেভাবে প্রকাশ্যে আসছে তাতে দলের অনেক রথী মহারথীরা ধরা পড়ে যাবে। তৃণমূলের অন্দরে এখন সেই ভয় কাজ করছে।”
এখানেই শেষ নয়। নন্দনে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি ছবিটির না জায়াগা পাওয়া প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, “তৃণমূল ভয় পাচ্ছে। বিজেপির অন্যান্য নেতাদের মতো মিঠুন চক্রবর্তী যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে। মিঠুন চক্রবর্তীর ভয়ে সাংস্কৃতিক জগৎকে দূরে সরিয়ে রাখলে তা মানুষ ভাল ভাবে নেবে না।”
Post A Comment:
0 comments so far,add yours