জিরোর জন্য অবশ্য সফরটা সহজ ছিল না। এ বার ব্যালন ডি'অর জয়ী স্ট্রাইকার করিম বেঞ্জেমা বিশ্বকাপের স্কোয়াড থেকে শেষ মুহূর্তে ছিঁটকে যান। বেঞ্জেমা থাকলে হয়তো রিজার্ভ প্লেয়ার হিসেবে কাটাতে হত ৩৬ বছর বয়সি অলিভিয়ের জিরোকে।
একটা বিশ্বকাপ থেকে আর একটা। অলিভিয়ের জিরোর চিত্রটাই পাল্টে গিয়েছে। রাশিয়া বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স কিছুটা অবাক করেছিল। দলের স্ট্রাইকার। চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। অথচ পুরো টুর্নামেন্টে গোল দূর অস্ত, একটি গোলমুখী শটও ছিল না। দিদিয়ের দেশঁ তাঁকে বিশেষ ভূমিকা দিয়েছিলেন, এমনটাই মত ছিল ফুটবল বিশেষজ্ঞের। এ বার অবশ্য অন্য ভূমিকায়। করিম বেঞ্জেমা, পল পোগবারা চোটের জন্য নেই। গোল করার লোকের অবশ্য অভাব দেখা যাচ্ছে না। কিলিয়ান এমবাপের সঙ্গে ভরসা দিচ্ছেন অভিজ্ঞ জিরো। দেশের জার্সিতে এ বার নজির গড়েছেন। দেশের হয়ে সর্বাধিক গোল সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি থিয়েরি অঁরিকে। নজিরের পর জিরোকে বিশেষ সম্মান দলের তরফে। বিস্তারিত
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোলে অঁরিকে ছুঁয়েছিলেন জিরো। শেষ ষোলোয় পোল্য়ান্ডের বিরুদ্ধে গোলের পরই থিয়েরি অঁরির নজির ছাপিয়ে যান অলিভিয়ের জিরো। তাঁর গোলসংখ্যা ৫২। ফ্রান্সের ইতিহাসে সর্বাধিক গোল স্কোরার। অনন্য এই নজিরের জন্যই দলের তরফে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। বাকি ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে মরিয়া ফরাসি শিবির। কোয়ার্টার ফাইনালের আগে দলের অভিজ্ঞ এবং অন্যতম সেরা স্ট্রাইকারকে ৫২ নম্বর লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয়। দলের ফুটবলাররা ছাড়াও ছিলেন কোচ সহ সমস্ত সাপোর্ট স্টাফ। ফরাসি ফুটবল সংস্থার তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
জিরোর জন্য অবশ্য সফরটা সহজ ছিল না। এ বার ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেঞ্জেমা বিশ্বকাপের স্কোয়াড থেকে শেষ মুহূর্তে ছিঁটকে যান। বেঞ্জেমা থাকলে হয়তো রিজার্ভ প্লেয়ার হিসেবে কাটাতে হত ৩৬ বছর বয়সি অলিভিয়ের জিরোকে। নজির গড়া ফরাসি স্ট্রাইকার বলছেন, ‘এই রেকর্ড আমাকে শুরুর দিনগুলো মনে করায়। অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তরুণ প্রজন্মের কাছে একটা উদাহরণ তৈরি করা। রাস্তা কঠিন হলেও লক্ষ্যে পৌঁছনো সম্ভব। ২০ বছর বয়সেও সর্বোস্ত স্তরে খেলার সুযোগ পাইনি। এটাকেও একটা উদাহরণ হিসেবে ধরা যায়। তরুণ প্রজন্মকে এটুকু বোঝানো যায়, চেষ্টা করলে, সঠিক পথে চললে সবকিছুই সম্ভব।’
Post A Comment:
0 comments so far,add yours