দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশের পর কোথা থেকে হঠাৎ কয়েক মাস আগের অভিযোগ হাজির করলেন শিবঠাকুর, তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে
সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎও হয়েছে। দিনভর ব্যস্ততার পর কলকাতায় ফিরেই অনুব্রত (Anubrata Mondal) প্রসঙ্গে রাজ্য সরকারকে কার্যত সাবধান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নেমেই শুভেন্দু বললেন, ‘সরকার বিপদ বাড়াচ্ছে
মঙ্গলবার সকালে শিবঠাকুর মণ্ডলের করা মামলায় গ্রেফতার করা হয় অনুব্রতকে। ঠিকানা বদলে অনুব্রত এখন আসানসোল জেল থেকে দুবরাজপুর থানায়। ৭ দিন সেখানেই থাকবেন তিনি। দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশের পর কোথা থেকে হঠাৎ কয়েক মাস আগের অভিযোগ হাজির করলেন শিবঠাকুর, তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন শুভেন্দু দাবি করলেন, এসবে আসলে সরকারেরই বিপদ বাড়ছে।
কলকাতায় ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সব আমার জানা আছে। চোরদের সরকার এসব করছে ডাকাতকে। যা করছে তা নথিতে থাকছে। এর ফলে বিপদ বাড়ছে। সব সামনে আসতে চলেছে। একজন ডাকাতকে বাঁচাতে এই সরকার কতদূর যেতে পারে তা দেখিয়ে দিল।’
এদিনই আবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন অনুব্রত। সব ঠিক থাকলে বুধবারই সেই মামলার শুনানি হবে। সেই প্রসঙ্গে, শুভেন্দু বলেন, ‘আদালত কী করবে সেটা আদালতের ব্যাপার। কিন্তু এই কয়লা চোর, বালিচরকে বাঁচাতে সরকার যেটা করল, তার পরিণতি ভয়ঙ্কর।’
উল্লেখ্য, বুধবারই কাঁথিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। তার আগে কলকাতায় দাঁড়িয়ে নন্দীগ্রামের বিধায়ক জানালেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিয়েছেন, ২ লক্ষ ভোটে কাঁথি লোকসভা কেন্দ্র উপহার দেবেন। একই সঙ্গে তিনি বলেন, ‘ঠিকভাবে সব এগোচ্ছে। সময় লাগবে। যা যা বলেছি সব হবে। সরকারি কর্মীরা ডিএ পাবেন, ধেড়ে ইঁদুর জেলে যাবে এবং বেআইনি নিয়োগ বাতিল হবে।’
Post A Comment:
0 comments so far,add yours