ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে।
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু ঘানার। দক্ষিন আফ্রিকার এই দেশের প্রাপ্তির ঝুলি বেশ লম্বা। চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নশিপ জয়ী ঘানা, দু-বার অনূর্ধ্ব ১৭ ও ফিফা অনূর্ধ্ব ২০’র বিশ্বকাপের শিরোপাও অর্জন করেছে। ছবি: টুইটার
ঘানায় ফুটবল অনেকটা উৎসবের মতো উদযাপিত হয়। ঘানার মানুষের কাছে ভালবাসা মানেই ফুটবল। ফুটবলকে ভালোবেসে ঘানারই এক বাসিন্দা গ্রেস অ্যাশাই তাঁদের ভাষাতে একটি গান বেঁধেছেন। গানটির নাম ‘This is us’। ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: টুইটার
ঘানার ফুটবলারদের ড্রেসিংরুম থেকে শুরু করে টিম বাস, রাস্তাঘাট— সর্বত্র কান পাতলে শোনা যাচ্ছে এই গান। ঘানার রঙিন গ্যালারি মাতাচ্ছে এই গান। দেশের প্রতি ভালোবাসা থেকে এই গান রচনা করা হয়েছে বলে জানিয়েছেন এই ব্যাক্তি। ছবি: টুইটার
Post A Comment:
0 comments so far,add yours