তাঁর খ্যাতি পৃথিবীজোড়া। তাঁর গান মুগ্ধ হয়ে শোনে বিশ্ববাসী। সেই সঙ্গীতশিল্পী, উস্তাদ রাশিদ খানের (Ustad Rashid Khan) গাড়ির চালককে মিথ্যে মামলায় আটক এবং থানায় সঙ্গীতশিল্পীর (Singer) স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
নিন্দার ঝড় বিভিন্ন মহলে: পণ্ডিত ভীমসেন জোশী তাঁর সম্পর্কে বলেছিলেন, ভারতীয় রাগ সঙ্গীতের ভবিষ্যত। গোটা দেশ তাঁকে নিয়ে গর্ব করে, তাঁর দরাজ কণ্ঠে মুগ্ধ গোটা পৃথিবী। সেই রাশিদ খানকে মাঝরাতে থানায় ডেকে পাঠানো, তাঁর স্ত্রীকে পুলিশি হেনস্থার অভিযোগ, টাকা না দেওয়ায় গাড়ির চালককে আটক করার মতো অভিযোগ সামনে আসার পরই, শোরগোল পড়ে গেছে সর্বত্র।
কলকাতার সঙ্গে রাশিদ খানের নাড়ির টান। ১৯৮০ সালের এপ্রিলে কলকাতায় পা রেখেছিলেন কিশোর রাশিদ। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। কলকাতার ITC সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে সঙ্গীতের পাঠ নিতে শুরু করেন তিনি। তখনই কাছ থেকে দেখার সুযোগ হয় প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীদের। রাশিদ খান জন্মসূত্রে উত্তরপ্রদেশের বদাঁয়ুর বাসিন্দা। বিখ্যাত সুরকার শাকিল বদাঁয়ুর পাড়ার ছেলে! বাবা হামিজ রেজা খানও ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনিই ৪ বছরের রাশিদকে নিয়ে গিয়েছিলেন উস্তাদ নিসার হুসেন খানের কাছে। তাঁর কাছেই শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম নাড়া বাঁধা।
কিন্তু, শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত মানুষটির অন্য কোনও মাধ্যমে গান গাওয়া ছিল নাপসন্দ। এভাবেই চলে ২০০৪ পর্যন্ত। এরপর একদিন রাশিদের সঙ্গে যোগাযোগ করেন সুরকার ইসমাইল দরবার। তাঁর কথায় ‘কিসনা-দ্য ওয়েরিয়ার পোয়েট’ ছবিতে গান গেয়েছিলেন রাশিদ। বলিউড কুর্ণিশ জানিয়েছিল শাস্ত্রীয় সঙ্গীতের মহাতারকাকে।জন্ম উত্তরপ্রদেশে হলেও, কলকাতায় থাকতে থাকতে রাশিদ খান আজ প্রায় কলকাতারই ছেলে হয়ে গেছেন। কিন্তু, সেই শহরেই এবার হেনস্থার অভিযোগ উঠল।
Post A Comment:
0 comments so far,add yours