2024: কমনওয়েলথ গেমসের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক। একই বছরে জোড়া আন্তর্জাতিক পদক। চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিক চ্যাম্পিয়নের চেয়ে ভালো পারফর্ম করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীর থেকে অল্পের জন্য পিছিয়ে পড়েছেন।
যে সয়, সে রয়। মীরাবাঈ চানুর ক্ষেত্রে যেন এই কথাই প্রযোজ্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মাস দুয়েক আগের ঘটনা। জাতীয় গেমসে চোট পান অলিম্পিক পদক জয়ী ভারোত্তলক। কবজির চোটে ঠিকঠাক বারবেল ধরতে পারছিলেন না। ভার তুলবেন কী করে! বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে নামাই ক্রমশ কঠিন হচ্ছিল। মীরাবাঈ হার মানেননি। চেষ্টা করেছেন সেরে ওঠার। পুরোপুরি হয়নি। ব্যথা সহ্য করেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে যথাক্রমে ৮৭ ও ১১৩ কেজি। সব মিলিয়ে ২০০ কেজি তুলে বিশ্ব চ্য়াম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে মীরাবাঈ চানু। তাঁর পরবর্তী লক্ষ্য কী? তুলে ধরল
অলিম্পিকে পদক এলেও সোনা অধরা রয়েছে মীরাবাঈয়ের। টোকিও অলিম্পিকেও তাঁর কাছে প্রত্যাশা ছিল। তবে কমনওয়েলথ গেমস আর অলিম্পিক এক নয়। টোকিওতে রূপো পেয়েছিলেন। আর এই পার্থক্য ঘোঁচানোই লক্ষ্য মীরাবাঈ চানুর। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক। ২০২২ সালের ১ অগস্ট থেকেই প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো, প্যারিসের যোগ্যতা অর্জনে অর্ধেকটা পথ পেরিয়েছেন মীরাবাঈ। এখনও একটা বছর এবং অনেক প্রতিযোগিতা বাকি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই জয়ে কৃতজ্ঞ। অলিম্পিকে সোনার পদকের লক্ষ্যে কিছুটা পথ এগোলাম। কোচ বিজয় স্য়ার, ভারোত্তলন সংস্থার সভাপতি এবং স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে ধন্যবাদ। আগামী দিনেও সকলকে গর্বিত করব।’
কমনওয়েলথ গেমসের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক। একই বছরে জোড়া আন্তর্জাতিক পদক। চোট নিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিক চ্যাম্পিয়নের চেয়ে ভালো পারফর্ম করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীর থেকে অল্পের জন্য পিছিয়ে পড়েছেন। চোট না থাকলে এই পার্থক্য় হয়তো ঘুচিয়ে ফেলতে পারতেন। চিনের অ্যাথলিটকে হারানো যে বাড়তি তৃপ্তি দিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। মীরাবাঈ বলছেন, ‘ওরা (চিন, কোরিয়া) যদি পারে, আমরা কেন পারব না? আমি সবসময়ই চাই চিনের অ্যাথলিটদের হারাতে। ভারতীয় ভারোত্তলন এবং আমার ব্যক্তিগত লক্ষ্য এটাই। লড়াইটা চিন, কোরিয়া এবং আমার মধ্যে। ওদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত।’
Post A Comment:
0 comments so far,add yours