বিশ্বকাপের মঞ্চে কানাডার প্রথম গোল। কিন্তু ম্যাচের পরিণতি হল অনেক বেশি হতাশার। ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার অনবদ্য প্রত্যাবর্তন।
বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে ইতিহাস গড়লেন আলফান্সো ডেভিস। কানাডার (CANADA) হয়ে বিশ্বকাপে প্রথম গোলের নজির। বেলজিয়ামের বিরুদ্ধেই ইতিহাস গড়ার সুযোগ এসেছিল তাঁর সামনে। ম্যাচের মাত্র ১০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন। পেনাল্টি থেকে শট নিতে হত। নিয়েওছিলেন। কিন্তু ইতিহাস তৈরি হয়নি সেই ম্যাচে। ক্রোয়েশিয়ার (CROATIA) বিরুদ্ধে ম্যাচের ২ মিনিটে সেই আলফান্সো ডেভিসই নজির গড়লেন। বিশ্বকাপের মঞ্চে কানাডার প্রথম গোল। কিন্তু ম্যাচের পরিণতি হল অনেক বেশি হতাশার। ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার অনবদ্য প্রত্যাবর্তন। ম্যাচের বিস্তারিত রিপোর্ট
ক্রোয়েশিয়া প্রথম ম্য়াচে মরোক্কোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। গত বারের রানার্স ক্রোয়েশিয়ার পারফরম্যান্স প্রথম ম্যাচে আশঙ্কা ধরিয়েছিল, আদৌ তারা কতটা এগতে পারবেন। এই ম্যাচেও মাত্র ১২০ সেকেন্ডে গোল খাওয়ার পর হতাশা বাড়ছিল মদ্রিচদের শিবিরে। যদিও অনবদ্য প্রত্যাবর্তন ক্রোয়েশিয়ার। ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। কিছুক্ষণের মধ্যেই স্কোর লাইন ২-১ করেন মার্কো লিভাজ্জো। এই স্কোর নিয়েই বিরতিতে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর আরও আক্রমণাত্মক মদ্রিচরা। ৭০ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ব্য়বধান বাড়ান সেই আন্দ্রে ক্রামারিচ। ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল। অ্যাডেড টাইমে চতুর্থ গোল লভ্রে মায়েরের। কানাডা গোলরক্ষক বেশ কিছু সেভ না করলে আরও বড় ব্যবধানে জিতত ক্রোয়েশিয়া। তবে এ দিনের প্রত্য়াবর্তনে পরিষ্কার, গত বারের রানার্সরা ছন্দে ফিরছে।
Post A Comment:
0 comments so far,add yours