প্রায় হারতে বসা ম্যাচে মুম্বইকে ট্রফি জেতালেন সরফরাজ খান। ফিটনেসের কারণে নির্বাচকদের নজর থেকে অনেকটা দূরে তিনি। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুরন্ত ইনিংসে নিজেকে প্রমাণ করছেন।

আইপিএল হোক বা মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। ইডেন‌ গার্ডেন্স বরাবরই প্রিয় মুম্বইয়ের (Mumbai) কাছে। পয়মন্ত ইডেনেই প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে খেতাব জেতেন সচিনরা। ২০১৫ আইপিএলও চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। ভেনু সেই ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ক্রিকেটের নন্দনকাননে এ বার মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। রঞ্জি ট্রফিতে অজস্রবার চ্যাম্পিয়ন হলেও বোর্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম বার চ্যাম্পিয়ন। রুদ্ধশ্বাস ম্যাচে হিমাচল প্রদেশকে হারাল ৩ উইকেটে। মুম্বইকে প্রথম ট্রফির স্বাদ এনে দেওয়ার অন্যতম কারিগর সরফরাজ খান।

প্রায় হারতে বসা ম্যাচে মুম্বইকে ট্রফি জেতালেন সরফরাজ খান। ফিটনেসের কারণে নির্বাচকদের নজর থেকে অনেকটা দূরে তিনি। ঘরোয়া ক্রিকেটে একের পর এক দুরন্ত ইনিংসে নিজেকে প্রমাণ করছেন। শনিবারের নন্দনকাননেও দলকে ম্যাচ জেতানোর পর শূন্যে গ্লাভস ছুড়লেন। পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, যশস্বী জসওয়াল, শিবম দুবে সমৃদ্ধ মুম্বই দলে নায়ক হয়ে উঠলেন সরফরাজ।

প্রথমে ব্যাট করতে নেমে ১৪৩ রান তোলে হিমাচল প্রদেশ। সর্বোচ্চ ৩৭ রান করেন একান্ত সেন। বশিষ্ঠ ২৫, ময়াঙ্ক ডগর ২১ রান করেন। ৩টি করে উইকেট নেন কোতিয়ান আর অবস্তি। সহজ রান তাড়া করতে নেমেও একটা সময় বিপাকে পড়ে যায় মুম্বই। ১১৯ রানে ৭ উইকেট পড়ে যায়। বৈভব আরোরা, ঋষি ধাওয়ানরা প্রথম বার ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। সেই সময়ই সরফরাজের ক্যাচ ফেললেন কানওয়ার সিং। ওখানেই ট্রফি ফেলে দিল হিমাচল। ৩১ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস সরফরাজের। শ্রেয়স আইয়ার করেন ৩৪। নাইট অধিনায়কের ব্যাটিং দেখতে এ দিন অনেককেই দেখা গেল ইডেনের সাধারণ গ্যালারিতে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours