শনিবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম। তবে এদিন দাম কমেছে রুপোর।



বিয়ের মরশুমে স্বস্তি ক্রেতাদের জন্য। পরপর দু’দিন দাম বাড়ল না সোনার (Gold Price Today)। গতকালও অপরিবর্তিত ছিল সোনার দাম। শনিবার সকালেও দাম বাড়েনি হলুদ ধাতুর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮,৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,৯৭০ টাকা। এদিন সোনার দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে রুপোর (Silver Price Today)। তবে এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা। গতকালও একই হারে দাম কমেছিল রুপোর।

শনিবার বেলা ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৫,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৯৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৯৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৮০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। তবে পরপর দু’দিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম। এদিন সস্তা হয়েছে রুপোর দাম। পরপর দু’দিন ৪০০ টাকা দাম কমল ১ কেজি রুপোর।

এদিন বিশ্ব বাজারে বেড়েছে সোনার দাম। তবে তার প্রভাব দেশীয় বাজারে পড়েনি। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৫৯.০৬ মার্কিন ডলার। এদিন আরেকটু বেড়ে হয়েছে ১,৭৭৫ মার্কিন ডলার। তবে এর প্রভাবে দেশীয় বাজারে সোনার দাম বাড়েনি।

সোনার শেয়ার বাজারের দাম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours