কাজ চলছে বারুইপাড়া-চন্দনপুর ফোর্থ লাইনে। তার জেরে বাতিল হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড শাখার একাধিক লোকান ট্রেন।

শক্তিগড়ে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য কিছুদিন আগেই দীর্ঘ সময় পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেন শাখায় একাধিক ট্রেন বাতিল (Howrah Local Train Cancellation) ছিল। যার জেরে চরমে উঠেছিল যাত্রীদের দুর্ভোগ। এবার যেন ফের ফিরতে চলেছে ছবি। কাজ চলছে বারুইপাড়া-চন্দনপুর (Baruipur-Chandanpur) ফোর্থ লাইনে। তার জেরে বাতিল হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড শাখার (Howrah Burdwan Cord Line) একাধিক লোকান ট্রেন। অন্যদিকে কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্যান্ডেল দিয়ে। শিয়ালদহ-বারুইপাড়া শাখারও কিছু লোকাল বাতিল করা হচ্ছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।  


কর্ড শাখায় কোন লোকাল বাতিল থাকছে? 

প্রসঙ্গত, এর আগে এতদিন বারুইপাড়া ও ডানকুনি থেকে সরাসরি লোকালে চেপে চলে আসা যেত শিয়ালদহে। কিন্তু, সেই লাইনেরই সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছিল কিছুদিন আগে। সরাসরি চন্দনপুর থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলার কথা রয়েছে। তবে সেই লাইনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সেই কাজের জন্য আগামী ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক লোকাল বাতিল হতে চলেছে। রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭-১৭ তারিখ পর্যন্ত বাতিল থাকছে 36811 হাওড়া-বর্ধমান লোকাল। বাতিল হয়ে যাচ্ছে 36031, 36033, 36035 এবং 36037 আপ হাওড়া – চন্দনপুর, ডাউন 36812 বর্ধমান – হাওড়া, আপ 36032, 36034, 36036 এবং 36038 চন্দনপুর-হাওড়া লোকাল।  

১১-১৭ তারিখ পর্যন্ত কোন কোন লোকাল বাতিল থাকছে? 

একইসঙ্গে ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাতিল থাকছে 36081 (রবিবার বাদে), 36083 (শনিবার বাদে), 36085 এবং 36087 আপ হাওড়া-মশাগ্রাম লোকাল। বাতিল থাকছে আপ 36011 হাওড়া – বারুইপাড়া লোকাল (রবিবার বাদে)। বাতিল হয়ে যাচ্ছে 36071 হাওড়া-গুড়াপ লোকাল। এছাড়াও তালিকায় রয়েছে 36082 (রবিবার বাদে), 36084 (শনিবার বাদে), 36086 এবং 36088 ডাউন মশাগ্রাম লোকাল। 36012 (শনিবার বাদে) বারুইপাড়া – হাওড়া লোকাল, 36072 ডাউন গুড়াপ – হাওড়া লোকাল। 32411 এবং 32413 আপ শিয়ালদহ – বারুইপাড়া। 32412 এবং 32414 ডাউন বারুইপাড়া – শিয়ালদহ লোকাল। 

ঘুরপথে চলবে কোন কোন দূরপাল্লার ট্রেন?


দূরপাল্লার কিছু ট্রেনের বদলে যাচ্ছে রুট। ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্যান্ডেল দিয়ে। তালিকায় রয়েছে। 15236 ডাউন দারভাঙ্গা – হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস, 12370 ডাউন দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস, 12328 ডাউন দেরাদুন – হাওড়া উপাসনা এক্সপ্রেস, 15272 ডাউন মুজাফফরপুর – হাওড়া জনসাধরান এক্সপ্রেস, 15236 ডাউন দারভাঙ্গা – 15236 ডাউন দারভাঙ্গা এক্সপ্রেস – 15236 ডাউন দারভাঙ্গা বানতার এক্সপ্রেস , 13148 ডাউন নিউ কোচবিহার – শিয়ালদহ উত্তর বঙ্গ এক্সপ্রেস, 22214 ডাউন শালিমার – পাটনা দুরন্ত এক্সপ্রেস, 12308 ডাউন যোধপুর – হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours