তিনি ভাইঝির সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সঙ্গে লেখেন একটি মন ছুঁয়ে যাওয়া নোট...

ফিনিক্স’ বলে সম্বোধন করেছেন সুস্মিতা সেন তাঁর আদরের ভাইঝিকে। ১ নভেম্বর চারু আসোপা এবং রাজীব সেনের একমাত্র কন্যা জিয়ানার প্রথম জন্মদিন ছিল। জরুরি কাজে পিসি সুস্মিতা থাকতে পারেনি ভাইঝির জন্মদিনের পার্টিতে। চারু মেয়ের জন্মদিনের পার্টির ভিডিয়ো শেয়ার করে সেই খবর জানিয়েছিলেন। চারু সুস্মিতাকে দিদি সম্বোধন করেন, জানিয়েছিলেন বিশেষ কাজে শহরের বাইরে থাকবেন সুস্মিতা, তাই পার্টিতে থাকতে পারবেন না। কিন্তু তিনি ভাইঝির জন্মদিনে শুভেচ্ছা জানাবেন না, তাও কখনও হয়! তিনি ভাইঝির সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সঙ্গে লেখেন একটি মন ছুঁয়ে যাওয়া নোট, “দেখুন শক্তিশালী এবং রহস্যময় ফিনিক্সকে। একটি বিশেষ কারণে বৃশ্চিক রাশির জাতিকা জন্মগ্রহণ করে। তুমি সব সময় জীবনে উত্থান করো, শাসন করো। হ্যাপি প্রথম জন্মদিন জিয়ানা। ভগবান তোমাকে সর্বদা তাঁর সেরাটা দিয়ে আশীর্বাদ করুন। আমাদের জীবনে আশার জন্য অনেক ধন্যবাদ। বুয়াকি জান। আমরা তোমায় ভালবাসি ছোট্ট মাঞ্চকিন। দুগ্গা দুগ্গা”।

চারু এবং রাজীব ২০১৯ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্ক মোটেই ভাল ছিল না। এর মাঝে তাঁদের মেয়ে জিয়ানার জন্ম হয়। মেয়ের জন্মের পর চারু তাঁদের সম্পর্ককে আর একটা সুযোগ দিতে চায়। কিন্তু শেষ রক্ষা হয় না। আবার এখন চারু মেয়েকে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন। একের পর এক অভিযোগ করছেন চারু। প্রথমে জানিয়েছিলেন মানসিক ও শারিরীকভাবে তাঁকে ষন্ত্রণা দিয়েছেন রাজীব। তারপর তাঁর অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে ঠকিয়েছেন, এই অভিযোগও করেন। তাঁকে একা ফেলে সেই সময় সকাল ১১ থেকে রাত ১১টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন রাজীব। তাঁকে না বলে দিল্লিও চলে যান। আর তখনই চারু বুঝতে পারেন, তিনি ঠকাচ্ছে তাঁকে। তবে মেয়ের জন্মদিনের পার্টির ভিডিয়ো যা নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন চারু, দেখা যায় সেখানে পরিবারের সকলের সঙ্গে রয়েছেন রাজীবকেও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours