ক্যামেরুনের বিরুদ্ধে পরের ম্যাচে দলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোকে পাচ্ছেন না ব্রাজিল কোচ তিতে।


দলের তারকা নেইমার জুনিয়র এবং রাইট ব্যাক দানিলোর চোট নিয়ে প্রবল চিন্তায় ব্রাজিলের কোচ তিতে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে এই দু’জনকে ছাড়াই খেলতে হয়েছে ব্রাজিলকে (Brazil)। নেইমার-দানিলোর অনুপস্থিতিতেই সুইস রক্ষণ ভেদে সক্ষম হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ষোলো নিশ্চিত হলেও চোট সমস্যা যেন পিছু ছাড়তেই চাইছে না। নেইমার, দানিলোর পর এ বার চোটের কবলে ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো (Alex Sandro)। ফলে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে (Qatar World Cup 2022) খেলতে পারবেন না তিনি। নক আউটে পা রেখেছে আগেই। ব্রাজিলের কাছে গ্রুপ জি-এর শেষ ম্যাচটি নিয়মরক্ষার। তবে নকআউট পর্ব শুরুর আগে একের পর এক চোটে ব্যপক চাপে ব্রাজিল। কীভাবে চোট পেলেন সান্দ্রো? তুলে ধরল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours