যাঁরা অভিষেকের অসুস্থতা নিয়ে এই ধরনের কটাক্ষ করছেন, তাঁদের কথা একেবারেই পছন্দ করছেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মার্কিন মুলুকে গিয়ে চোখের অস্ত্রোপচার হয়েছে। এই নিয়ে বিরোধীদের অনেকেই কটাক্ষ করছেন। তবে যাঁরা অভিষেকের অসুস্থতা নিয়ে এই ধরনের কটাক্ষ করছেন, তাঁদের কথা একেবারেই পছন্দ করছেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। উল্টে এই ধরনের মন্তব্য যাঁরা করছেন, তাঁদের সমালোচনাই করতে দেখা গেল নওশাদকে। এক প্রেস বিবৃতিতে আইএসএফ বিধায়ক লিখেছেন, “তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এই নিয়ে নানাজনে নানান ধরণের টিপ্পনী, ব্যঙ্গ করছেন। আমরা মনে করি এটি সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে।”



নওশাদ সিদ্দিকীর মতে, “রাজ্যের ব্লক, জেলা হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারনে উত্তরবঙ্গ থেকে কিংবা সুদূর বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল থেকে প্রান্তিক বঞ্চিত মানুষেরা কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে রাস্তাতেই তো প্রাণত্যাগ করছেন। তাছাড়া অনেকের কলকাতা পর্যন্ত পৌঁছানোর আর্থিক সঙ্গতি নেই।” অর্থাৎ ভাঙড়ের বিধায়ক একথা বুঝিয়ে দিয়েছেন, অভিষেকের প্রতি তাঁর সহমর্মিতা থাকলেও রাজ্যের চিকিৎসার মান বৃদ্ধিতে অর্থ বরাদ্দ বাড়ানোর পক্ষে সওয়াল করছেন তিনি। সঙ্গে বিভিন্ন হাসপাতালে নীল সাদা রঙের প্রলেপ আর আর পেল্লাই পেল্লাই গেট করা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি আইএসএফ চেয়ারম্যান। তাঁর মতে, স্বাস্থ্য ব্যবস্থায় অর্থ না বাড়িয়ে শুধুমাত্র মেলা উৎসবে থাকলে রাজ্য রসাতলে যাবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours