এলাকাবাসীদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন এলাকার উপ প্রধান সুভাষ চন্দ। দ্রুত সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পানীয় জল না পেয়ে পথ অবরোধ (Road Block) গ্রামের মহিলাদের। মঙ্গলবার সন্ধ্যায় তীব্র যানজট জলপাইগুড়ি-হলদিবাড়ি জাতীয় সড়কে। অভিযোগ, জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পরেশ মিত্র কলোনী এলাকার বাসিন্দারা দীর্ঘ সাত আট মাস ধরে তাদের বাড়ির কানেকশন কিংবা পাড়ার কল কোনও কলেই পানীয় জল (Drinking Water) পাচ্ছেন না। ঘটনার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানালো হলেও কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি থেকে হলদিবাড়িগামী জাতীয় সড়ক অবরোধ করেন পরেশ মিত্র কলোনির মহিলারা। 

এদিন প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে পথ অবরোধ। যার জেরে তীব্র যানজট তৈরি হয়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রুমা পাসোয়ান নামে এক মহিলা বলেন, “বাড়িতে কল থাকতেও সেখানে পানীয় জল আসছে না। দূরে গিয়ে জল আনতে হচ্ছে। আমরা এর সুরাহা চাই।” 



এদিকে এলাকাবাসীদের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন এলাকার উপ প্রধান সুভাষ চন্দ। তাঁর দাবি, ওই এলাকায় একটি মাত্র রিজার্ভার। তা থেকে এলাকায় জল সরবরাহ করা হয়। পাশাপাশি আরও ৩৫০০ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার ফলে বর্তমানে জলের প্রেশার কমে গেছে। ফলে সব বাড়িতে জল যাচ্ছেনা। যদিও সমস্যার সমাধানে আরও দুটি ছোট রিজার্ভার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একটির কাজও শেষ। অন্যটির কাজ চলছে। খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন তিনি। প্রতিশ্রুতি মিললেও কত দ্রুত জলের সমস্যা মেটে এখন সেদিকেই তাকিয়ে পরেশ মিত্র কলোনির বাসিন্দারা।  
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours