বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। সংস্থাকে উৎসাহিত করার জন্যই এই উদ্যোগ।

বিশেষ সম্মানে ভূষিত হল নির্মাণ সংস্থা ‘মাই হোম কনস্ট্রাকশন’। কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন ‘কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া’র তরফ থেকে এই পুরস্কার দেওয়া হল বৃহস্পতিবার। এ দিন দিল্লিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।


কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া’র তরফে ডিএল শাহ কোয়ালিটি প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়েছে ওই সংস্থাকে। দেশের অন্যতম সেরা সংস্থাকে প্রতি বছর এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়ে থাকে। নির্মাণকাজে নিজেদের প্রমাণ করার জন্যই ‘মাই হোম কনস্ট্রাকশন’কে এই পুরস্কার দেওয়া হয়েছে।

গত তিন দশর ধরে সাফল্যের সঙ্গে কাজ করছে এই সংস্থা। হায়দরাবাদের রিয়েল এস্টেটের বাজারে যথেষ্ট সুনাম রয়েছে এই সংস্থার। গ্রাহকরাও মেনে নিয়েছেন, এই সংস্থার সাফল্যের বিষয়টি। গুনমান, বিশ্বাসযোগ্যতার ওপর নির্ভর করেই এই সংস্থা চালানো হয় বলে দাবি কর্তাদের।

২০০৭ থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়েছে। পণ্য, পরিষেবা সহ বিভিন্ন মাপকাঠির ওপর ভিত্তি করে দেওয়া হয় পুরস্কার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours