মোমিনপুরকাণ্ডের ( Mominpur Incident ) তদন্তে লালবাজারে গেল এনআইএ ( NIA )। এসপি এনআইএ কলকাতার নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল এদিন লালবাজারে আসে। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারীর।
এর আগে মোমিনপুরকাণ্ডের তদন্ত করছিল কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়।তারা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠায়। লালবাজারের তদন্তে মোমিনপুরকাণ্ডে কী তথ্য উঠে এসেছিল, জানতে চায় এনআইএ। 

গত ১৯ অক্টোবর, মোমিনপুরে অশান্তির ঘটনায় তদন্ত শুরু করে এনআইএ। ৮ অক্টোবর রাত থেকে মোমিনপুর এলাকায় সংঘর্ষ শুরু হয়েছিল। ৫টি FIR করে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, রাজ্যের রিপোর্ট এবং মামলার গুরুত্ব বুঝে, NIA তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। শেষপর্যন্ত অমিত শাহের অধীনস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সেই তদন্তভার নেয় NIA। এতদিন কলকাতা পুলিশ ৫টি এফআইআর করে ঘটনার তদন্ত চালাচ্ছিল। গ্রেফতার করা হয় ৬১ জনকে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours