মাত্র ১৩৪ রানের লক্ষ্য। অর্শদীপ এবং সামির সৌজন্যে ২৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার-এইডেন মার্করাম জুটির সৌজন্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা।


রাতের পারথ। ঠান্ডা, সঙ্গে হাওয়া। ঠিক যেন টেস্ট ম্যাচে প্রথম দিন, প্রথম সেশনের মেজাজ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। যেন নিজেদের পরীক্ষার সামনে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। সূর্য (Suryakumar Yadav) ছাড়া কেউই পাশ করতে পারলেন না। এর আগে টি-টোয়েন্টি ফরম্য়াটে সবচেয়ে কম ১৩৮ রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড ছিল ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) এ দিন দক্ষিণ আফ্রিকাকে হারাতে ১৩৩ রান নিয়ে ম্যাজিক দেখাতে হত। শুরুর স্পেলে তেমনই আশা জাগিয়েছিলেন অর্শদীপ সিং। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি’কক এবং রাইলি রোসোর জোড়া উইকেট নেন। দলগত চেষ্টায় ম্যাচ শেষ ওভার অবধি নিলেও জিতে মাঠ ছাড়তে পারল না ভারত (Team India)। দক্ষিণ আফ্রিকা জিতল ৫ উইকেটে।

মাঠ, পিচ, দেশ, প্রতিপক্ষ কোনও কিছুরই ধার ধারেন না সূর্যকুমার যাদব। দলের কটা উইকেট পড়েছে, নন স্ট্রাইকারে কে রয়েছেন, এত কিছু ভাবার চেয়ে স্বাভাবিক খেলাতেই নজর থাকে। এ দিনও তাই করলেন। পারথে দক্ষিণ আফ্রিকার পেসে চাপে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে অনবদ্য একটা ইনিংস উপহার দিলেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। রাতের পারথেও সূর্যোদয়। এ বার কুইজ হতেই পারে, পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ইনিংস নাকি এ দিন সূর্যর ইনিংস, কোনটা সেরা? খুবই কঠিন প্রশ্ন হয়ে দাঁড়াবে।

ভারত ১৩৩-৯ (২০ ওভার)

দক্ষিণ আফ্রিকা ১৩৭-৫ (১৯.৪ ওভার)

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১৩৩-৯ স্কোর ভারতের। সূর্য না থাকলে স্কোর এই অবধিও পৌঁছাত না। সূর্য ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। আর মাত্র দু-জন দু অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। অধিনায়ক রোহিত শর্মা (১৫) এবং বিরাট কোহলি (১২)। প্রোটিয়া বোলারদের মধ্যে লুনগি এনগিডি ৪ এবং ওয়েন পার্নেল ৩ উইকেট নেন।

মাত্র ১৩৪ রানের লক্ষ্য। অর্শদীপ এবং সামির সৌজন্যে ২৪ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার-এইডেন মার্করাম জুটির সৌজন্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। বিরাট কোহলি ক্যাচ ফেলেন, রোহিত রান আউট মিস করেন। অবশেষে এই জুটি ভাঙে দলীয় ১০০ রানে। মিলার ক্রিজে থাকায় সমস্যায় পড়েনি প্রোটিয়ারা। ম্যাচে কিছুটা নাটক তখনও বাকি ছিল। ১৮তম ওভারে ত্রিস্তান স্টাবসকে লেগবিফোর করেন অশ্বিন। ফের একবার জ্বলে ওঠে ভারতের আশার প্রদীপ। শেষ ২ ওভারে ১২ রানের লক্ষ্য দাঁড়ায় প্রোটিয়াদের। ১৯তম ওভারে সামির বোলিংয়ে আসে ৬ রান। শেষ ওভারে ৬ রান আটকাতে হত ভুবিকে। ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। মিলার ৫৯ রানে অপরাজিত থাকেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours