রবিবারও তিন জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, এক জোড়া শিয়ালদহ-গেদে লোকাল, দুজোড়া শিয়ালদহ-শান্তিপুর লোকাল, তিন জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল, চার জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল থাকবে।  


শিয়ালদহ মেন লাইনে ট্রাফিক ব্লকের কারণে শনিবার এবং রবিবার বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। নৈহাটি থেকে রানাঘাটের মধ্যে তৃতীয় লাইনের কাজ এবং নৈহাটি এবং হালিশহরের মধ্যে রেললাইনে রক্ষণাবেক্ষণের কারণে এই ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এর জন্য ১৫ অক্টোবর শনিবার এবং ১৬ অক্টোবর রবিবার বেশ কয়েকটি কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল বাতিল থাকবে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত এ ব্লক থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।


এই ট্রাফিক ব্লকের কারণে শনিবার ৩১৮৪৩ আপ এবং ৩১৮৩৮ ডাউন কৃষ্ণনগর লোকাল, ৩১৯২৯ আপ এবং ৩১৯২৮ ডাউন গেদে লোকাল, ৩১৫৩৯ আপ এবং ৩১৫৪০ ডাউন শান্তিপুর লোকাল, ৩১৬২৯আপ, ৩১৬৩১ আপ এবং ৩১৬৩৪ ডাউন, ৩১৬৩৬ ডাউন রানাঘাট লোকাল বাতিল থাকবে।

রবিবারও তিন জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, এক জোড়া শিয়ালদহ-গেদে লোকাল, দুজোড়া শিয়ালদহ-শান্তিপুর লোকাল, তিন জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল, চার জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল থাকবে।


এছাড়াও নৈহাটি-রানাঘাট সেকশনের মধ্যে মোট ১১১টি ইএমইউ লোকাল এবং ২৬টি এক্সপ্রেস/প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে কেবল ৪২টি ইএমইউ লোকাল বাতিল থাকবে। এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছেন, “এই ব্লক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একেবারে অপরিহার্য। সেই সঙ্গে ট্রেনগুলিকে মসৃণভাবে চালানোর জন্য এবং যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত। ব্লকের সময় পরিষেবা বিলম্ব হতে পারে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours