শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা ( Cyclone)। দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) এই ঘূর্ণিঝড় বাইশে অক্টোবর তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর (Weather Office)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এর প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা কথা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল আলিপুরে জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours