আলোর উৎসবে মেতে উঠছে দেশ (Diwali 2022)। কিন্তু কিছু শিক্ষিত বেকার যুবক-যুবতী তাঁদের হকের চাকরির দাবিতে আজও পথে (TET Agitation)। উৎসব আসে, উৎসব যায়, কিন্তু তাঁদের ঘরে সেই আঁধার। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে অধিকারের দাবিতে আন্দোলনে এখনও অনড় SSC চাকরিপ্রার্থীরা। ৫৮৮ দিনে পড়ল তাঁদের ধর্না-অবস্থান (Kolkata News)।
৫৮৮ দিনে পড়ল চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান
কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্যোগ মাথায় নিয়েই লড়াই জারি থাকবে, বার্তা আন্দোলনকারীদের। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলনরত ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৭ দিনে পড়ল তাঁদের অবস্থান-বিক্ষোভ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও, ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্তে অনড় চাকরিপ্রার্থীরা।
বৃহস্পতিবার মাঝরাতে, টেট-চাকরিপ্রার্থীদের চারদিনের আন্দোলন, পনেরো মিনিটে ভেঙে দিয়েছিল পুলিশ। পুলিশের ভূমিকার প্রতিবাদে ও যোগ্যদের নিয়োগের দাবিতে সরব হয়েছে নাগরিক সমাজও। শনিবার কলকাতায় পথে নামে বিজেপির শিক্ষক সেলও। সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে পুলিশ মিছিল আটকে কয়েকজনকে গ্রেফতার করলে, সেখানেই বসে পড়েন বিজেপি-র শিক্ষক সেলের সদস্যরা।
আরও পড়ুন: Mountaineer's Death: পাহাড়ই ছিল নেশা, ভালবাসা, উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ফিরলেন না নিমতার নির্মল
তবে টেট-আন্দোলনকারীদের দাবি উপেক্ষা করে, ২০টি জেলায় ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্য দিকে, নিজেদের দাবিতে অনড় ২০১৪’র প্রাইমারি টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরাও।
নিজেদের অবস্থানে অনড় চাকরিপ্রার্থীদের
আগামী সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু, তাতেও আন্দোলনস্থল ছেড়ে সরতে নারাজ আন্দোলনকারীরা। ৮ বছর ধরে জীবন-যুদ্ধে চলা এই দুর্যোগ কবে কাটবে? নিয়োগের আকাশের কালো মেঘ কাটিয়ে নিয়োগপত্র কি হাতে পাবে এই চাকরিপ্রার্থীরা? উত্তর এখনও লুকিয়ে ভবিষ্যতের গর্ভে।
এ দিকে, সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উপর পুলিশি 'অত্যাচারে'র বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভও চোখে পড়ছে। কলকাতায় চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের মারধরের অভিযোগে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে বহরমপুরে ধুন্ধুমার বাধে। গির্জার মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। প্রতিবাদে মিনিট দশেক জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। মিনিট কুড়ি অবরোধ চলে। রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। মিনিট কুড়ি অবরোধ চলে। শ্রীরামপুরের বটতলায় বিজেপির অবরোধ। জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আধঘণ্টা পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়
Post A Comment:
0 comments so far,add yours