ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India )শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করবে। গুজরাlত ও হিমাচল প্রদেশের (
Gujarat & Himachal Pradesh Elections)
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।

Election Commission of India to hold a press conference later today, in Delhi. The election schedule of Assembly elections to Gujarat and Himachal Pradesh to be announced. pic.twitter.com/Xd2NGdfnmQ

— ANI (@ANI) October 14, 2022
নির্বাচন কমিশন শুক্রবার বিকেলে একটি প্রেস ব্রিফিং করতে চলেছে । সেখানে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। বিকাল ৩টায় শুরু হবে বৈঠক। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যগুলিতে রাজনৈতিক উত্তাপ চড়ছে।
২০২২ এর শেষভাগেই দেশের এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট। ২০২৪ এর লোকসভা ভোটের আগে গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা কার দখলে থাকে, দেশের রাজনীতিতে তা যথেষ্ট গুরুত্ববহ। পরের বছর ভোট হবে রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্নাটক , ত্রিপুরায়। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে মুখ করেই বড় সমাবেশ করা হবে গুজরাতে। বিশেষজ্ঞ মহলের ধারণা, ২০২৪-র লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের অ্যাসিড টেস্ট হবে গুজরাতের বিধানসভা ভোটে। আম আদমি পার্টির চ্যালেঞ্জও থাকছে। 

গুজরাত বিধানসভা নির্বাচন
গুজরাতে পূর্ববর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭র ডিসেম্বর এ। নির্বাচনে বিজেপির জয়ের পর, বিজয় রুপানির নেতৃত্বে বিজেপি রাজ্য সরকার গঠন করে। বিজয় রুপানি গতবছর ১১ সেপ্টেম্বরপদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন ভূপেন্দ্র পটেল । মুখ্যমন্ত্রী হিসেবে এখন দায়িত্বে তিনিই।

  গত বিধানসভা নির্বাচনের পর থেকে, বেশ কয়েকটি উপনির্বাচন হয়েছিল, যার মধ্যে বেশিরভাগেই বিজেপি জিতেছিল। ২০২৪ এর ভোটের আগে গুজরাতের ফলাফল তাই গেরুয়া শিবিরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। 
 হিমাচল প্রদেশ বিধানসভা
৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভা কার দখলে থাকবে তা জানা যাবে এ বছরই । সূত্রের খবর, নির্বাচন কমিশন নভেম্বরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন দিতে পারে। কারণ ডিসেম্বরে সে-রাজ্যের ঠান্ডা হাড় কাঁপানো। হিমাচল প্রদেশ বিধানসভার মেয়াদ আগামী ৮ জানুয়ারি শেষ হওয়ার কথা। পূর্ববর্তী বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৭ র নভেম্বরে। ফল বেরনোর পর, জয় রাম ঠাকুরের নেতৃত্বে BJP সরকার গঠন করে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours