আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। আগেই এমনটা জানিয়ে দিয়েছিলেন জয় শাহ। বোর্ড সভাপতি রজার বিনিও জানিয়েছিলেন পুরো বিষয়টাই কেন্দ্রের ওপর। সরকারের তরফে সবুজ সংকেত না পেলে কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এবার রোহিত শর্মা এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন। আগামীকাল টি-টােয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতের মুখে এশিয়া কাপ।
কী বললেন রোহিত?
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাওয়া প্রসঙ্গে রোহিত বলেন, ''আমরা আপাতত কালকের ম্যাচ নিয়েই ভাবছি। বিশ্বকাপের পর কী হবে দেখা যাবে। বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। কিন্তু এই মুহূর্তে আগামীকালের ম্যাচ ছাড়া অন্য় কিছু নিয়ে ভাবছি না।''
কী বলছেন জয় শাহ?
এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ''এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কথাটা বলছি। আগামী বছর নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ হবে। আমাদের পাকিস্তান যাওয়ার উপায় নেই। আবার পাকিস্তানেরও ভারতে আসার উপায় নেই। তাই নিরপেক্ষ কেন্দ্রে যে ভাবে এশিয়া কাপ হয়েছে আগে, সে ভাবেই হবে।''
রজার বিনি কী বলেছেন?
নতুন বোর্ড সভাপতি রজার বিনি বলছেন, ''এটা আমাদের হাতেই নেই একদম। আমরা বলতেই পারব না যে কোন দেশে আমাদের ক্রিকেট দল খেলতে যাবে। তা পুরোটাই আমাদের দেশের সরকারের ওপর নির্ভর করছে। সরকারের দিকেই তাকিয়ে রয়েছি আমরা।''
পাল্টা প্রতিক্রিয়া পিসিবির
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এরপর বিবৃতি দিয়ে জানানো হয়, ''জয় শাহর একপেশেভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করাটা হতাশাজনক, এবং চমকপ্রদ। এসিসির বোর্ড মিটিংয়ের সময় পাকিস্তান পূর্ণ সমর্থন নিয়ে এশিয়া কাপ আয়োজনের অধিকার পেয়েছে। অথচ কোনওরকম আলোচনা ছাড়াই যেভাবে জয় শাহ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে, সেটা একপেশে।''
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে ২ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ২০০৮ সালে এশিয়া কাপের পর থেকে পাকিস্তানের মাটিতে আর খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এখন দেখার শেষ পর্যন্ত এশিয়া কাপ পাকিস্তানে হল সেখানে টিম রোহিতরা খেলতে যায় কি না।
Post A Comment:
0 comments so far,add yours