আজ, মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের (BCCI) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর ঠিক হয়েছে, এ বার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হলেন রজার বিনি।
বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল এ বার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের এক সদস্য। তিনি হলেন রজার বিনি (Roger Binny)। সেই খবরই এ বার সত্যি হল। আজ, মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের (BCCI) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর ঠিক হয়েছে, এ বার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্টের পদে বসলেব রজার বিনি। বিসিসিআইয়ের মসনদে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জমানা শেষ হতে চলেছে, এমন ইঙ্গিত ছিলই। অপেক্ষা ছিল শুধু ঘোষণার।
এ বারের বিসিসিআইয়ের নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেননি। তখনই পরিস্কার হয়ে গিয়েছিল, তাঁর জায়গায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে অন্য কাউকে দেখা যাবে। ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। তাঁর সঙ্গে সেক্রেটারির দায়িত্বে ছিলেন জয় শাহ। সৌরভ আর বিসিসিআই প্রেসিডেন্ট না থাকলেও, জয় একই পদে থাকছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন যাঁরা –
১) রজার বিনি – বিসিসিআই সভাপতি
২) রাজীব শুক্ল – বিসিসিআই সহ-সভাপতি
৩) জয় শাহ – বিসিসিআই সচিব
৪) দেবজিৎ সাইকিয়া – বিসিসিআই যুগ্ম সচিব
৫) আশিষ শেলার – কোষাধ্যক্ষ
৬) অরুণ ধূমাল – আইপিএল চেয়ারম্যান
Post A Comment:
0 comments so far,add yours