যুগলের ঝুলন্ত মৃতদেহ (Hanging Deadbody) উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুরে (Saharanpur) প্রায় ১৫ দিন আগে পালিয়ে যাওয়া ওই যুগলের একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিসে খবর দেন।
খবর পেয়েই মঙ্গলবার রাতে বিহারীগড় পুলিস মোহান্দ জঙ্গলে যায়। মৃত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের (post-mortem) জন্য মর্গে পাঠায়। তদন্তের নেমে পুলিস জানতে পারে যে, বোহাদপুরের কাছে একটি গ্রামে একটি নাবালিকা মেয়ে প্রায় ১৫ দিন আগে তার প্রেমিক পেশায় শিক্ষকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আর তাদেরই দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মেয়েটির পরিবার ৪ সেপ্টেম্বর নাগপাল থানায় নাবালিকার প্রেমিকের বিরুদ্ধে মামলাও দায়ের করে। এসএসপি দীনেশ তাদা বলেন, দুজনেই বাড়ি থেকে পালিয়েছিলেন ছিল। এবং মেয়েটির পরিবারের সদস্যরা ছেলেটির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। পুলিসের প্রাথমিক অনুমান, দুজনেই আত্মহত্যা করেছে।
Post A Comment:
0 comments so far,add yours