বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) ইতিহাস গড়লেন ভিনেশ ফোগত (Vinesh Phogat)। বুধবার বেলগ্রেডে ব্রোঞ্জ জিতলেন তিনি। সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জেতার নজির গড়লেন ভিনেশ।

বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বুধবার ভারত তাদের প্রথম পদক নিশ্চিত করল। স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়ে ভারতকে পদক এনে দিলেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগত। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে এদিন ব্রোঞ্জ পদক জিতলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু'টি পদক জয়ের নজির গড়লেন ভিনেশ‌। এর আগে ২০১৯ সালে কাজাকস্তানের নূর সুলতানে ভারতের হয়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি।

বুধবার সবাইকে বিস্মিত করে দিয়ে প্রথম রাউন্ডেই ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ । সেই মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রেপেসাঁ বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান ভারতীয় তারকা । সেখানে আর কোনও ভুল না করে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন তিনি । বাতখুয়াগের কাছে প্রথম রাউন্ডে পরাজিত ভিনেশ এদিন রেপেসাঁ বিভাগের ফাইনাল ম্যাচে হারান সুইডেনের প্রতিপক্ষকে । এম্মা জোনাকে ফাইনালে তিনি হারান ৮-০ ফলে। ভিনেশের ব্রোঞ্জ চলতি আসরে ভারতেরও প্রথম পদক ।

সদ্যসমাপ্ত বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ভিনেশ। কমনওয়েলথ গেমসে ভারতীয় কুস্তিগীররা মোট ১২টি পদক জিততে সমর্থ হয়েছিলেন। তার মধ্যে অন্যতম ভিনেশের স্বর্ণপদক। কমনওয়েলথ গেমসে এটি ছিল ভিনেশের তৃতীয় সোনার পদক। রেপেসাঁ বিভাগের প্রথম রাউন্ডে ভিনেশ কাজাকস্তানের এসিমোভাকে হারান ৪-০ ফলে। পরবর্তী রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভার বিরুদ্ধে বাই পান তিনি। চোট থাকায় নামতেই পারেননি গুরবানোভা।


অন্যদিকে ৬৮ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরেকটি ব্রোঞ্জ পদকের আশা জাগিয়েও হেরে যান নিশা। আমি ইশির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৫-৪ ফলে হারতে হয় তাঁকে। ৫৭ কেজি বিভাগে ভারতের সারিতা মুর ৭-০ ফলে হেরে গিয়েছেন অ্যানহেলিনা লিসাকের কাছে। ৫৯ কেজি বিভাগে মানসি অহলাট ৫-৩ ফলে হেরেছেন মারিয়া জেসিয়েনের কাছে। তাই বিনেশই এখনও পর্যন্ত দেশকে গর্ব করার মতো উপহার দিতে পেরেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours