কোনও না কোনও বিভাগ থেকে পুরস্কার জিতে নেওয়ার সম্ভাবনা বর্তমান আরআরআর ছবির ক্ষেত্রে।


এসএস রাজামৌলির চলতি বছরের অন্যতম সেরা ছবি আরআরআর। জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত এই ছবি পশ্চিমকে মুগ্ধ করেছিল ওটিটি-তে মুক্তি পাওয়ার পর থেকেই। হলিউড থেকে প্রচুর ভালবাসা জিতেছিল এই ছবি। সম্প্রতি এই ছবির অস্কার মনোনয়নের জন্য রাজামৌলি বিদেশ সফরে গিয়েছিলেন। তারই মাঝে আসে অন্য খবর, আরআরআর নয়, ফিল্মটি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার গুজরাটি ফিল্ম, চেলো শো-কে অস্কার ২০২৩-র ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে বেছে নিয়েছিল৷ ফলে অনেকেই যাঁরা আশা করেছিলেন আরআরআরকে নিয়ে বেশকিছুটা ভেঙে পড়েন। তাই বলে এখানেই শেষ নয়। সুযোগ মিলবে আরও। আরআরআর-এর এখনও একাধিক বিভাগে প্রতিযোগিতা করে একাডেমি পুরস্কারে জায়গা করে নেওয়ার সুযোগ পেতে পারে৷


প্যান নলিনের চেলো শো অস্কার ২০২৩-র জন্য ভারতের এন্ট্রি হিসাবে নির্বাচিত হওয়ার পর, আরআরআর-এর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করতে থাকে। অধিকাংশেরই মত, এই ছবিকে পছন্দ করেছে পশ্চিম, তাই এই ছবিকেই বেছে নেওয়া উচিত ছিল। তবে খুশির খবর হল, আরআরআর এর ইউএস ডিস্ট্রিবিউটর, ডিলান মার্চেটি, বলেছিলেন তিনি ছবিটির জন্য একটি বড় প্রমোশন শুরু করবেন। তিনি একাডেমির ১০ হাজার সদস্যদেরই অনুরোধ করবেন অনন্যা বিভাবে এই ছবিকে মনোনয়ন দেয়া যায় কি না!

ডিলানের মতে, এসএস রাজামৌলির আরআরআর নিম্নলিখিত বিভাগের জন্য নির্বাচিত হতে পারে:

সেরা ছবি মূল চিত্রনাট্য (এসএস রাজামৌলি এবং ভি বিজয়েন্দ্র প্রসাদ) প্রধান অভিনেতা (জুনিয়র এনটিআর এবং রাম চরণ) পার্শ্ব অভিনেতা (অজয় দেবগন) পার্শ্ব অভিনেত্রী (আলিয়া ভাট) গান (নাতু নাটু) আসল স্কোর (এমএম কিরাভানি) সিনেমাটোগ্রাফি (কে কে সেন্থিলকুমার) এই বিভাগগুলি ছাড়াও, সেরা প্রোডাকশন ডিজাইন, ফিল্ম এডিটিং, কস্টিউম ডিজাইন, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, সাউন্ড এবং ভিজ্যুয়াল ইফেক্টের জন্য আরআরআর-কে জমা দেওয়া হবে।



ফলে ছবির পুরস্কার জিতে নেওয়া নিয়ে যাঁদের মনে কিন্তু তৈরি হয়েছিল, তাঁরা এবার বেশকিছুটা স্বস্তিতে। কোনও না কোনও বিভাগ থেকে পুরস্কার জিতে নেওয়ার সম্ভাবনা বর্তমান আরআরআর ছবির ক্ষেত্রে। রাজামৌলি জানিয়ে ছিলেন তিনি এই ছবি ঘিরে ভীষণ আশাবাদী, দর্শকেরা যেভাবে ভালবাসা জানিয়েছেন এই ছবিকে তার জন্য তিনি কৃতজ্ঞ, তবে পুরস্কার জিতলেও তিনি নিজের ছবির ঘরানার কোনও পরিবর্তনই করতে চান না পরিচালক। এখন দেখার এই ছবি অন্যান্য ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours