হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করার আগে কিছু জরুরি বিষয় মাথায় রাখা প্রয়োজন...
চুল ছোট হোক বা লম্বা তা যেন স্ট্রেট থাকে, এই স্ট্রেট চুলই হল এখনকার ফ্যাশান। সকলেই চান লম্বা স্ট্রেট চুল। স্ট্রেট করা চুল দেখতে সুন্দর লাগে। সেই সঙ্গে চুলের একটা শাইনি ভাবও বজায় থাকে। বাইরে কোথাও যাওয়ার থাকলে আলাদা করে হেয়ার স্টাইল নিয়ে ভাবতে হয় না। আর এই স্ট্রেট চুলের সঙ্গে যে কোনও রকম পোশাকই মানানসই। শাড়ি, জিন্স, স্কার্ট, সবই ভাল লাগে দেখতে এই চুলের সঙ্গে। সেই সঙ্গে স্মার্ট লুকও বজায় থাকে। তবে স্ট্রেট চুল সুন্দর দেখাতে হলে তার জন্য নিয়মিত ভাবে কিছু ট্রিটমেন্টও করাতে হবে। অনেকেই পার্লারে গিয়ে পার্মানেন্ট স্ট্রেট করিয়ে নেন। এই স্ট্রেটনিং-এ বেশ কিছু কেমিক্যালও ব্যবহার করা হয়। তাই এক্ষেত্রে চুলের বেশি যত্ন নেওয়া প্রয়োজন। যদি নিজে স্ট্রেটনার কিনে চুল স্ট্রেট করার কথা ভাবেন তাহলে মেনে চলুন এই সব টিপস।
Post A Comment:
0 comments so far,add yours