হাওড়া শহরে ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। লেলিহান শিখা ঢেকে ফেলল চারিপাশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। পুজোর আগে এই বিপর্যয়ে ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা।
ভয়াবহ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে
বেলা ১২টা নাগাদ ব্যাগের দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাওড়া ময়দানের কাছে এই চামড়ার ব্যাগের দোকান। ভয়াবহ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। ময়দান এলাকা হাওড়ার অন্যতম ব্যস্ত এলাকা। তার উপরে পুজোর সময়। এলাকায় কেনাকাটার ভিড়। তাই আতঙ্ক গ্রাস করেছে এলাকাকে। ঘটনাস্থলে প্রথমে ২ ও পরে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছায়। আগুন নেভানোর প্রচেষ্টা চলছে।
করোনার গ্রাস কাটিয়ে এবার কিছুটা চাঙ্গা হাওড়ার বাজার। ব্যবসায়ীরাও আশার আলো দেখছেন। এরই মধ্যে ভয়ঙ্কর এই আগুন যেন, আশার আলোটুকু নিভিয়ে দেওয়ার মতোই ! দোতলার একাংশেও আগুন ছড়িয়েছে। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। তবে কেন আগুন লাগল, জানা যায়নি।
সোনার দোকানেও আগুন
দিনকয়েক আগেই বউবাজারে সোনার গয়না তৈরির কারখানায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গয়না তৈরির কারখানা। সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ির তিনতলায় আগুন লাগে। সেখানেও ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যান ৪৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। দমকলের ৩টি ইঞ্জিন এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । গয়নার দোকানে আগুন লাগায় বড় ক্ষতির আশঙ্কা রয়েইছে ।
Post A Comment:
0 comments so far,add yours