তিনি চোটের জন্য মাঠের বাইরে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন। এবং পাকিস্তানের (PCB) সেরা বোলার হিসাবেই তাঁকে দেখছেন বিশেষজ্ঞরা। সেই শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) আচমকা বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) স্বার্থপর ক্রিকেটার বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন! শুধু তাই নয়, দল থেকে বাদ দেওয়ার ডাকও দিলেন!

সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে আফ্রিদির ট্যুইট। কিন্তু কেন এমন লিখলেন তিনি?

বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ফলে সিরিজে ০-১ পিছিয়ে ছিলেন বাবর আজমরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারালেন বাবররা। প্রথমে ব্যাট করে বড় স্কোর তুলেছিল ইংল্যান্ড। অধিনায়ক মঈন আলির ঝোড়ো হাফসেঞ্চুরি (২৩ বলে অপরাজিত ৫৫ রান) ও বেন ডাকেটের ২২ বলে ৪৩ রানের সুবাদে ইংল্যান্ড তুলেছিল ১৯৯/৫। মনে করা হচ্ছিল, পাকিস্তানের সামনে এবার অগ্নিপরীক্ষা।

কিন্তু রান তাড়া করতে নেমে অন্যরকম ভেবেছিলেন বাবর ও রিজওয়ান। পাকিস্তানের দুই ওপেনার ব্য়াট হাতে জ্বলে উঠলেন। দুরন্ত সেঞ্চুরি বাবরের। পাক অধিনায়ক মাত্র ৬৬ বলে ১১০ রান করে অপরাজিত রইলেন। বিধ্বংসী ইনিংস খেললেন রিজওয়ানও। ৫১ বলে ৮৮ রান করে অপরাজিত রইলেন তিনি। ১৯.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নিল পাকিস্তান। সিরিজে সমতাও ফেরালেন বাবররা।


ম্যাচের পর থেকে পাক অধিনায়ক ও রিজওয়ানের বন্দনা চলছে সোশ্যাল মিডিয়ায়। আফ্রিদিও তাঁদের ব্যাটিংয়ে মুগ্ধ। মজা করেই ট্যুইটটি করেছেন পাক পেসার। লিখেছেন, 'আমার মনে হয় বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় হয়েছে। এত স্বার্থপর ক্রিকেটার! আমার মনে হয় ওরা ঠিক করে খেললে ১৫ ওভারে ম্যাচ খতম হয়ে যেত। তা না করে ওরা শেষ ওভার পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে গেল! চলুন এবার আওয়াজ তোলা যাক। তাই নয় কি?' যোগ করেছেন, 'এই পাকিস্তান দল নিয়ে আমি গর্বিত'।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours