আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে নিতাম’, চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বললেন মমতা
কে যোগ্য আর কে অযোগ্য, সেই তালিকা দিয়ে আপনাদের হবেটা কী? বেতন তো পাচ্ছেন’, আন্দোলনকারী চাকরিহারাদের পাল্টা প্রশ্ন মমতার
সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি: ব্রাত্য বসু
কাশ্মীরে ফের জঙ্গি হামলা! এবার সন্ত্রাসের ‘রক্তাক্ত নজর’ পড়ল পর্যটকদের উপর
ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা
নেলপলিশ পরা মাত্রই উঠে যায়। একদিনও স্থায়ী হয় না নখের রঙ। সমাধান পেতে পুজোর আগে মেনে চলতে পারেন এই টিপস...
পুজো শুরু হতে আর মাত্র সাত দিন। এই এক সপ্তাহের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। ইতিমধ্যেই পুজোর পোশাক কেনা হয়ে গিয়েছে। মেকআপের শপিংও প্রায় শেষ। পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে নেলপলিশও কিনেছেন নিশ্চয়ই। এই পুজোতে পেডিকিওর ও ম্যানিকিওরও করিয়েছেন। শেপ করা নখে পছন্দের নেলপলিশ বুলিয়ে নেবেন এই পুজোয়। কিন্তু সমস্যা হল নেলপলিশ পরলেই নখের বারোটা বেজে যায়। নেলপলিশ পরা মাত্রই উঠে যায়। একদিনও স্থায়ী হয় না নখের রঙ। সারাদিনের বিভিন্ন কাজে নেলপলিশ উঠে যায়। নখের উপর অর্ধেক নেলপলিশ কখনওই দেখতে ভাল লাগে না। সম্পূর্ণ লুকের মধ্যে যদি হাতের নখে কিছুটা নেলপলিশ উঠে যায়, তা কখনওই মানানসই হয় না। তাই এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা। পুজোর আগে মেনে চলতে পারেন এই টিপস…
নখের যত্ন নেওয়ার জন্য ম্যানিকিওর করিয়েছেন। কিন্তু নেলপলিশ পরতে গেলেও প্রাথমিক কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হয়। নেলপলিশ এক লাগালেই যে কাজ হবে তা কিন্তু নয়। নেলপলিশ একবার লাগিয়ে শুকিয়ে নিন। প্রথমবার শুকিয়ে গেলে আরও একবার নখের উপর নেলপলিশ লাগান। এটাকে বেসকোট দেওয়া বলে। সাধারণত একই রঙের নেলপলিশ বেসকোট দেওয়া হয়। কিন্তু ডিজাইনের ইচ্ছা থাকলে আপনি বেসকোট দেওয়ার জন্য যে কোনও রঙের নেলপলিশ ব্যবহার করতে পারেন।
বেসকোটের মতো টপকোটও জরুরি। নখের উপর খুব হালকা ভাবে নেলপলিশের আরও একটা কোট লাগিয়ে দিন। এই ক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্ট যে কোনও রঙ ব্যবহার করতে পারেন। এতে নেলপলিশের আসল রঙ ফুটে ওঠে। পাশাপাশি নখের উজ্জ্বলতা বেড়ে যায়।
নেলপলিশ পরার সময় নখের কোণায় বিশেষ নজর রাখতে হবে। নখের প্রতিটা কোণায় ভাল করে নেলপলিশ লাগানো হয়, সেদিকে খেয়াল রাখুন। অনেক সময় নখের কোণে ভাল করে নেলপলিশ পড়ে না। ফলে তাড়াতাড়ি নখ থেকে নেলপলিশ উঠে যায়।
নেলপলিশ পরা শেষ মানেই যে সব কাজ শেষ তা কিন্তু নয়। নখের পাশাপাশি হাতের যত্ন নেওয়া এখনও বাকি। হাত ও নখের স্বাস্থ্য ভাল রাখতে গেলে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। দিনে দু’বার হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। এতে নখ ও হাতের আর্দ্রতা বজায় থাকবে এবং নেলপলিশ দ্রুত উঠে যাবে না। পাশাপাশি বাড়ির দৈনন্দিন কাজ করার সময় সতর্কতা বজায় রাখুন। বাসন মাজা, ঘর মোছা, জামা-কাপড় কাচার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন। এতে নেলপলিশ উঠবে না।
Post A Comment:
0 comments so far,add yours