ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাঁদেরকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটল বরানগরের বনহুগলি এলাকায়। এর পরই বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনা ঘিরে রণক্ষেত্রের বনহুগলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানলপের দিক থেকে একটি লাক্সারি বাস বেপোরোয়া গতিতে সিঁথির মোড়ের দিকে যাচ্ছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক ও রিক্সায় পরপর ধাক্কা মেরে দোকানে ঢুকে যায়। ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাঁদেরকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বনহুগলি মোড় এলাকা।
ঘাতক বাসটির উপরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে বরানগর থানার বিশাল পুলিশবাহিনী ও ট্রাফিকের আধিকারিকরা। তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল বলে এলাকার মানুষের অভিযোগ। গাড়িসহ চালককে গ্রেফতার করেছে বরানগর নগর থানার পুলিশ।
ঘটনা নিয়ে প্রতক্ষ্যদর্শী এক দোকানদার সোমনাথ রায়চৌধুরি বলেছেন, “বাস এসে পর পর ধাক্কা মারতে থাকে। বেশ জোরেই আসছিল বাসটি। এর পর স্থানীয় ছেলেপিলেরা বাস ঘিরে বিক্ষোভ দেখায়। বাসের চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। গাড়ির ভিতরেও মদের বোতল পাওয়া গিয়েছে। আমরা খুব আতঙ্কিত।” ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শান্তনু মজুমদার বলেছেন, “ঘটনাটা শুনলাল। এক বাস একটা রিক্সা এবং বেশ কয়েক জনকে ধাক্কা মেরেছে। প্রাথমিক ভাবে চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুলিশ বাকি ব্যবস্থা গ্রহণ করবে।”
Post A Comment:
0 comments so far,add yours