বৃহস্পতিবার দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা।
বৃহস্পতিবার সদয় হলেন না লক্ষ্মী। পুজোর আগে দাম কমতে কমতে হঠাৎ করেই বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৪০ টাকা। আর এদিন সোনার দাম বাড়লেও দাম কমেছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।
বৃহস্পতিবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,২০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০২,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,২০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পুজোর মরসুমে দাম কমছিল সোনার। তবে বৃহস্পতিবার সেই ট্রেন্ড ভেঙেই দাম বেড়েছে সোনার। গত ছয়দিনে দাম এদিন সর্বোচ্চ রয়েছে সোনার দাম। তবে দাম কমেছে রুপোর।
বুধবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৬৩.৮৮ মার্কিন ডলার। এদিন তা সামান্য বেড়েছে। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৬৭০ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারে সামান্য দাম বেড়েছে হলুদ ধাতুর।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৭২.৪৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯২.২৫ টাকা। তবে দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৪.৫০ টাকা।
Post A Comment:
0 comments so far,add yours