বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন। খেলিয়েছেন অজস্র গুরুত্বপূর্ণ ম্যাচ। আবার বিতর্কও তাড়া করেছে তাঁকে। পাকিস্তানের আম্পায়ার সেই আসাদ রউফ (Asad Rauf) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। বয়স হয়েছিল ৬৬ বছর।
পাক আম্পায়ারের ভাই তাহির জানিয়েছেন, লাহৌরের লান্ডা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বুকে অস্বস্তি অনুভব করেন আসাদ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রয়াত হন আসাদ।
আলিম দারের পাশাপাশি রউফও ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা আম্পায়ার। ২০০৬ সালে তাঁকে আইসিসি-র এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। ৪৭টি টেস্ট, ৯৮টি ওয়ান ডে ও ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আইপিএলে পাক ক্রিকেটারেরা ব্রাত্য থাকলেও রউফ আইপিএলের ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কারিতেও। একটা সময় তিনি নির্বাসিতও হন।
লাহৌরে লাণ্ডা বাজারে নিজের জামা-কাপড় ও জুতোর দোকান চালাতেন তিনি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি তাঁর কাছে হাজির হয়েছিলেন কিছুদিন আগে। তিনি কেমন আছেন, কী করছেন তা দেখতে। ক্রিকেট ছেড়ে কেমন রয়েছেন, এখন আর খেলা দেখেন কি না, এই সব প্রশ্নে বেশ বিরক্তই শুনিয়েছিল রউফকে। তিনি বলেছিলেন, "না, আমি নিজেই যখন পুরো জীবন খেলিয়ে কাটিয়ে দিলাম তখন এখন আর কাকে দেখার আছে। ২০১৩ সালের পর ক্রিকেটের সঙ্গে আমার আর কোনও যোগাযোগ নেই। কারণ আমি যে কাজটা ত্যাগ করি সেটা পুরোপুরি ভাবেই ত্যাগ করি।"
আন্তর্জাতিক ক্রিকেটে সুনামের সঙ্গে আম্পায়ারিং করালেও আইপিএল-এ আম্পায়ারিং করানোর সময়ে বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ে তাঁর নাম। ২০১৬ সালে বিসিসিআই পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে রউফের উপর। ২০১৩ সালে আইপিএল-এর সময়ে রউফের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এ জড়িয়ে থাকার গুরুতর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বুকির থেকে তিনি মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন। সেই সময়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন রউফ। নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। বলেছিলেন, "এই সবের সঙ্গে আমার কোনও সম্পর্কই ছিল না। অভিযোগ ওদেরই (বিসিসিআই) তরফ থেকে এসেছিল আর ওরাই সিদ্ধান্ত নিয়ে নিল। আমার সেরা সময়টা আমি কাটিয়েছি আইপিএল-এ।"
২০১২ সালেও বিতর্কে জর্জরিত হতে হয়েছিল রউফকে। আইসিসি'র একটা সময়ে অন্যতম সেরা আম্পায়ারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের এক মডেল। সব মিলিয়ে ক্রিকেটের বিতর্কিত চরিত্র হিসাবেই থেকে গিয়েছেন রউফ।
Post A Comment:
0 comments so far,add yours