১-০ গোলে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল মহমেডান। কাপ জয়ের স্বপ্নে ভাঙল কলকাতার দলটির।
৯০ মিনিট ধরে আইএসএলের দলটিকে আটকে রেখেছিল ডুরান্ড কাপে বাংলার একমাত্র দল মহমেডান। আইএসএলের অন্যতম শক্তিশালী দল মুম্বই সিটি এফসির শেষ মুহূর্তের গোলে ডুরান্ডে স্বপ্নভঙ্গ মহমেডানের। গতবারের রানার্স টিম মহমেডান এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে দুরন্ত গতিতে এগোচ্ছিল। গ্রুপ পর্ব থেকে নকআউটে একাধিক আইএসএলের দলকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে। গতবারের মতো এবার ফাইনালে ওঠা হল না সাদা-কালোদের। ১-০ গোলে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল মহমেডান। কাপ জয়ের স্বপ্নে ভাঙল কলকাতার দলটির। অতিরিক্ত সময়ে মুম্বইয়ের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন বিপিন সিং।
Post A Comment:
0 comments so far,add yours